স্বর্ণজয়ী প্রিয়া চোট নিয়ে হাসপাতালে

বিবিধ, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-20 21:56:42

আগের দিনের স্বর্ণজয়ী মারজান আক্তার প্রিয়া বুধবার দলীয় কারাতের ফাইনাল ইভেন্টে খেলতে নেমেছিলেন। কিন্তু শ্রীলঙ্কান প্রতিপক্ষের ঘুষিতে কানের নিচে আঘাত পান তিনি। সেই ধাক্কা সইতে পারেননি। সঙ্গে সঙ্গে তাকে স্পোর্টস ম্যাট থেকে সরিয়ে নেয়া হয়। অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়। হাসপাতাল থেকে সুখবর মিলেছে-প্রিয়া এখন বিপদমুক্ত।

গেমসের ইর্মাজেন্সি বিভাগের চিকিৎসক ড. প্রাজওয়াল মান শ্রেষ্ঠা জানিয়েছেন-‘হাসপাতালে নেয়ার পর আমরা তার অবস্থা পর্যবেক্ষণ করেছি। কিছু ব্যথানাশক ঔষুধ তাকে দেয়া হয়েছে। তার ঘাড়ের নিচে ব্যথার কথা বলছিলেন প্রিয়া। প্রাথমিক অবস্থা দেখে মনে হচ্ছে প্রিয়া এখন ঠিক আছে। বড় কোন সমস্যা নেই। কিন্তু আমরা আরো পর্যবেক্ষণের জন্য তাকে নিউরো বিশেষজ্ঞের কাছে পাঠাব।’

এসএ গেমসে স্বর্ণ জয়ের পর প্রিয়া

বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক জানান-‘প্রিয়ার সঙ্গে হাসপাতালে দলের ম্যানেজারও আছেন। আমি ম্যানেজারের সঙ্গে কথা বলেছি। ম্যানেজার আমাকে নিশ্চিত করেছেন প্রিয়া এখন সুস্থ আছে। প্রিয়া ইনজুরিতে পড়ে যাওয়ায় আমরা নিশ্চিতভাবে একটা স্বর্ণপদক হারালাম।’

মেয়েদের কাতারের দলীয় কুমি ইভেন্টে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে মারজান আক্তার প্রিয়া চোট পান। তবে সেই ম্যাচে বাংলাদেশ নারী দল ঠিকই ২-১ সেটে জিতে। কিন্তু পাকিস্তানের বিপক্ষে একই ব্যবধানে পরের ম্যাচে হেরে যায়। ইনজুরিতে থাকায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচে প্রিয়া অংশ নিতে পারেননি।

মঙ্গলবার, ৩ ডিসেম্বর মারজানা আক্তার প্রিয়া কাতারের কুমি ইভেন্টের এককে বাংলাদেশকে স্বর্ণপদক এনে দেন।

এ সম্পর্কিত আরও খবর