ইংল্যান্ডের স্পিন-বোলিং পরামর্শক হিসেবে ফের নিয়োগ পেয়েছেন জীতেন প্যাটেল। নিউজিল্যান্ড সফরের পর এবার দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা সফরেও ইংলিশ স্পিনারদের নিয়ে কাজ করবেন সাবেক এ কিউই স্পিনার।
ওয়ারউইকশায়ার ও নিউজিল্যান্ডের সাবেক এই অফ-স্পিনার এর আগেও ইংল্যান্ডের হয়ে কাজ করেছেন। নিজের দেশের মাটিতেই সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে ছিলেন ইংল্যান্ডের ব্যাকরুম টিমের সদস্য।
বক্সিং ডে-তে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দুই দিন আগে ইংল্যান্ড দলে যোগ দিবেন ৩৯ বছরের জীতেন।
কোচিংয়ের পাশাপাশি ক্রিকেট খেলাটা এখনো চালিয়ে যাচ্ছেন জীতেন। তবে ওয়েলিংটন ফায়ারবার্ডসের হয়ে ২০ বছরের বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ার থেকে অবশেষে অবসর নিতে যাচ্ছেন। কোচিংয়ে মনোযোগ দিতে ১৮ ডিসেম্বর ওয়েলিংটনের হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন তিনি।
যদিও ওয়ারউইকশায়ারের সঙ্গে ২০২০ সালের জন্য চুক্তিবদ্ধ হয়ে আছেন জীতেন।
চলতি ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে চারটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড। মার্চের শেষ দিকে দুই টেস্টের সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে ইংলিশ ক্রিকেটাররা।