মঞ্চে তখন সনু নিগম গান গাইছেন। আর নিজের পারফরম্যান্সের জন্য প্রস্তুতি নিতে একটু আগেভাগে স্টেডিয়ামে চলে এসেছেন বলিউড সুপারস্টার সালমান খান ও হার্টথ্রব নায়িকা ক্যাটরিনা কাইফ। এই দুই তারকা নিজেদের পারফরম্যান্স করতে মঞ্চে নামার আগে গ্র্যান্ড স্ট্যান্ডে ভিভিআইপি বক্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে চলে এলেন। দুজনেই সেখানে খানিকক্ষণ সময় কাটান। প্রধানমন্ত্রীর সঙ্গে কথাবার্তা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাদের খোঁজখবর নেন। কথাবার্তার এই পর্বে ক্যাটরিনার চেয়ে সালমান খানকেই একটু বেশি সপ্রতিভ দেখা গেল। ভিভিআইপি বক্সে এই সময় বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন এবং ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলও উপস্থিত ছিলেন।
সালমান খান ও ক্যাটরিনা কাইফ প্রধানমন্ত্রীর সঙ্গে খানিকটা সময় কাটানোর পর মঞ্চের পেছনে গ্রীনরুমে চলে যান।
বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে সবচেয়ে বড় আকর্ষণ সালমান খান ও ক্যাটরিনা কাইফ। দুজনেই উদ্বোধনী অনুষ্ঠানে একক পারফরম্যান্স করার পর যৌথভাবেও নাচে অংশ নেবেন। তাদের পারফরম্যান্সেই শেষ হবে উদ্বোধনী অনুষ্ঠান।