কোহলিদের উড়িয়ে সিরিজ সমতায় ক্যারিবিয়ানরা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 12:39:29

দ্বিতীয় টি-টোয়েন্টিতে বয়ে গেল ক্যারিবিয়ান ব্যাটিং ঝড়। তাতেই তছনছ ভারতের পুরো বোলিং শক্তি। তাই অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য হলো বিরাট কোহলির ভারত। লেন্ডল সিমন্সের দাপুটে ব্যাটিংয়ের ওপর ভর করে ৯ বল হাতে রেখেই ৮ উইকেটের বড় ব্যবধানে ভারতীয়দের উড়িয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সুবাদে তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতায় ফিরল ক্যারিবিয়ানরা।

থিরুভানানথাপুরামে টসে হেরে শুরুতে ব্যাট হাতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে ভারত। স্বাগতিকদের হয়ে ৫৪ করেন শিভাম দুবে। তার সঙ্গে ৩৩* রান সংগ্রহ করেন রিশব পান্থ।

ক্যারিবিয়ানদের হয়ে দুটি করে উইকেট নেন হেইডেন ওয়ালশ ও কেসরিক উইলিয়ামস।

লক্ষ্য তাড়া করতে নেমে ১৮.৩ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পা রাখে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।

৬৭ রানের হার না মানা দুরন্ত এক ইনিংস খেলেন লেন্ডল সিমন্স। ৩৮ রানে অপরাজিত থেকে তাকে সঙ্গ দিয়ে যান নিকোলাস পুরান। তার আগে ৪০ রান করে সাজঘরে ফেরেন এভিন লুইস।

ভারতের হয়ে একটি করে উইকেট নেন রবিন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ১৭০/৭, ২০ ওভার (দুবে ৫৪, পান্থ ৩৩*; ওয়ালশ ২/২৮ ও উইলিয়ামস ২/৩০)।

ওয়েস্ট ইন্ডিজ: ১৭৩/২, ১৮.৩ ওভার (সিমন্স ৬৭*, লুইস ৪০, পুরান ৩৮*; জাদেজা ১/২২ ও সুন্দর ১/২৬)।

ম্যাচ সেরা: লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ)।

ম্যাচ ফল: ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী।

সিরিজ ফল: তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতা।

এ সম্পর্কিত আরও খবর