আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরলেন ডোয়াইন ব্রাভো

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 21:00:27

অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। খেলতে চান জাতীয় দলের হয়ে। খবরটা পুরনো। সবাই অনেক আগেই জেনে গেছে এটা।

নতুন খবর হলো। এবার আনুষ্ঠানিকভাবে অবসর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন ডোয়াইন ব্রাভো। দিলেন আনুষ্ঠানিক ঘোষণা। শুধু ফিরেই ক্ষান্ত থাকতে চান না। আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ধরে রাখার মিশনে রাখতে চান অগ্রণী ভূমিকা।

তবে হ্যাঁ এখানেও কথা আছে। ব্রাভো জাতীয় দলের হয়ে খেলবেন কেবল টি-টোয়েন্টি ক্রিকেটে। অন্য কোনো সংস্করণে নয়। ওয়ানডে ও টেস্টে খেলার কোনো ইচ্ছাই নেই তার।

চেন্নাইতে ব্রাভো বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দিচ্ছি। দলে জায়গা পেলে টি-টোয়েন্টি ক্রিকেটে ক্যারিবিয়ান অঞ্চলকে প্রতিনিধিত্ব করতে আমি পুরোপুরি প্রতিশ্রুতিশীল থাকব। উইন্ডিজ ক্রিকেট ও ভক্তদের জন্য আমি শিহরিত। একই সঙ্গে তরুণ প্রজন্মের জন্যও।’

জাতীয় দলে ফেরার জন্য অধিনায়ক, কোচ, বোর্ড প্রেসিডেন্ট, ক্রিকেট ডিরেক্টর ও প্রধান নির্বাচকের সঙ্গে ইতোমধ্যে আলোচনাও করে ফেলেছেন ব্রাভো।

তা হঠাৎ কেন সিদ্ধান্ত বদল করলেন ব্রাভো?

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) ব্যবস্থাপনায় পরিবর্তন এসেছে। পাল্টে গেছে টিম ম্যানেজমেন্টও। ডেভ ক্যামেরুনের বদলে বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন রিকি স্কেরিট। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী সাবেক কোচ ফিল সিমন্স ফিরেছেন দলে। আর ভারত সফরের আগে সীমিত ওভারের দলের নেতৃত্ব পেয়েছেন কাইরন পোলার্ড। তাই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাভো।

ব্রাভো সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেন ২০১৬ সালের সেপ্টেম্বরে। সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে খেলেন তিনি টি-টোয়েন্টি।

তবে পেশাদার ক্রিকেট ক্যারিয়ারের স্থায়িত্ব বাড়াতে ব্রাভো গত বছরের অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন। ঠিক এক বছর পর ইউটার্ন নিলেন এ তারকা ক্রিকেটার।

ডিজে ব্রাভো আবুধাবি টি-টেন লিগে মারাঠা অ্যারাবিয়ান্সকে নেতৃত্ব দেওয়ার সময় গণমাধ্যমের কাছে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিয়ে ছিলেন। এর আগে ১০ নভেম্বর এক ইনস্টাগ্রাম পোস্টে ফের ক্যারাবিয়ানদের হয়ে মাঠে নামার আভাস দিয়ে ছিলেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর