করাচিতে শাহীন আফ্রিদি-চান্দিমালের দিন

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 00:24:49

করাচি টেস্টে পাকিস্তানের প্রথম ইনিংসে বল হাতে জ্বলেছেন লাহিরু কুমারা ও লাসিথ এম্বুলদেনিয়া। তাদের দুজনের পেস ঝড় আর স্পিন জাদুতে স্বাগতিকরা প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১৯১ রানে।

জবাবে শ্রীলঙ্কা ব্যাট হাতে মাঠে নামলে বল হাতে এবার দ্যুতি ছড়ান শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ আব্বাস। দুজনের পেস দাপট সামলে খুব বেশি দূর আগাতে পারেনি অতিথি শ্রীলঙ্কাও। ২৭১ রান তুলতেই থেমে যায় তাদের ইনিংস। তবে এতে অবশ্য ৮০ রানের লিড নিয়ে ফেলে করুনারত্নের দল।

এর আগে শুক্রবার (২০ ডিসেম্বর) ৩ উইকেটে ৬৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা।

লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন দিনেশ চান্দিমাল। ১৪৩ বলে ১০ বাউন্ডারিতে দুরন্ত এ হাফ-সেঞ্চুরি হাঁকান তিনি। তার সঙ্গে দিলরুয়ান পেরেরা করেন ৪৮। ৩২ রান নিয়ে ফেরেন ধনাঞ্জয়া ডি সিলভা। দলীয় স্কোরে দিমুথ করুনারত্নে ২৫ ও নিরোশান ডিকভেলা যোগ করেন ২১ রান।

৭৭ রান খরচ করে ৫ উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি। টেস্ট ক্রিকেটে এই প্রথম পাঁচ উইকেট শিকারের কৃতিত্ব অর্জন করলেন তিনি ক্যারিয়ারের সপ্তম টেস্টে এসে। ৫৫ রান দিয়ে ৪ উইকেট নেন মোহাম্মদ আব্বাস।

শেষ দিকে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে দারুণ শুরুর আভাস দিয়েছে পাকিস্তান। দ্বিতীয় দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ৫৭ রান তুলেছে তারা। ৩২ রান নিয়ে ক্রিজে টিকে আছেন আবিদ আলি (ব্যাটিং)। ২১ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন শান মাসুদ (ব্যাটিং)।

দ্বিতীয় টেস্টে পাকিস্তান এখনো ২৩ রানে পিছিয়ে। তবে হাতে রয়েছে দশ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর-

পাকিস্তান প্রথম ইনিংস: ১৯১/১০, ৫৯.৩ ওভার (আসাদ ৬৩, বাবর ৬০, আবিদ ৩৮; কুমারা ৪/৪৯, এম্বুলদেনিয়া ৪/৭১ ও ফার্নান্ডো ২/৩১)।

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ২৭১/১০, ৮৫.৫ ওভার (চান্দিমাল ৭৪, দিলরুয়ান ৪৮, ধনাঞ্জয়া ৩২, করুনারত্নে ২৫, ডিকভেলা ২১; শাহীন আফ্রিদি ৫/৭৭ ও আব্বাস ৪/৫৫)।

পাকিস্তান দ্বিতীয় ইনিংস: ৫৭/০, ১৪ ওভার (আবিদ ৩২ ব্যাটিং, মাসুদ ২১ ব্যাটিং)।

*দ্বিতীয় দিন শেষে

এ সম্পর্কিত আরও খবর