এভারটনের কোচ হলেন আনচেলত্তি

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 19:25:48

চলতি ডিসেম্বরের প্রথম দিকেই নাপোলি থেকে বরখাস্ত হন কার্লো আনচেলত্তি। এগার দিন না গড়াতেই ফের চাকরি পেয়ে গেলেন তিনি।

এভারটনের কোচ হলেন কার্লো আনচেলত্তি। ইতালিয়ান এ ফুটবল গুরু সাড়ে চার বছরের জন্য দায়িত্ব নিলেন ক্লাবটির।

ইংলিশ প্রিমিয়ার লিগের এ ক্লাবে মার্কো সিলভার উত্তরসূরি হলেন আনচেলত্তি। ৬ ডিসেম্বর গুডিসন পার্কে চাকরি হারান সিলভা। তার চার দিন পর নাপোলি থেকে বিদায় নেন আনচেলত্তি।

চেলসি ছাড়ার সাড়ে আট বছর পর ইংলিশ ফুটবলে পা রাখলেন তিনবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী কোচ আনচেলত্তি।

শনিবার সন্ধ্যায় ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষে লিগ ম্যাচ খেলতে নামছে এভারটন। তবে দলের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে বুঝে নেবেন আনচেলত্তি রোববার থেকে।

ম্যাচে এভারটনের প্রতিপক্ষ আর্সেনালও শুক্রবার প্রধান কোচ নিয়োগ দিয়েছে। আস্থা রেখেছে নিজেদের সাবেক মিডফিল্ডার মিকেল আরতেতার ওপর। তবে তিনিও দায়িত্ব কাঁধে তুলে নিবেন রোববার থেকে।

বার্নলির বিপক্ষে আনচেলত্তির অধীনে এভারটন প্রথম ম্যাচ খেলবে ঘরের মাঠ গুডিসন পার্কে।

এ সম্পর্কিত আরও খবর