৪০০ টেস্ট উইকেটের ক্লাবে স্টুয়ার্ট ব্রড

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 16:31:51

একমাত্র পেসার হিসেবে ১৫০ টেস্ট খেলার রেকর্ড গড়েছেন জেমস অ্যান্ডারসন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বক্সিং ডে টেস্ট দিয়েই নতুন এ মাইলফলক গড়েছেন তিনি। তার সতীর্থ স্টুয়ার্ট ব্রড গড়লেন আরেক কীর্তি।

গত এক দশকে টেস্ট ক্রিকেটে ৪০০ উইকেট শিকারের রেকর্ড স্পর্শ করলেন ইংল্যান্ডের তারকা পেসার ব্রড। দ্বিতীয় বোলার হিসেবে এ নৈপুণ্য দেখালেন তিনি। গত এক দশকে প্রথম বোলার হিসেবে ৪০০ টেস্ট উইকেটের ক্লাবে নিজের নাম লিখেছেন তারই স্বদেশী অ্যান্ডারসন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট দিয়ে অ্যান্ডারসনের পাশে বসলেন স্টুয়ার্ট।

প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিসকে ব্যক্তিগত ২৯ রানে ফিরিয়েই এ মাইলফলকে পৌঁছে যান ব্রড। ৪২৮ উইকেট নিয়ে সবার শীর্ষে রয়েছেন অ্যান্ডারসন।

তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার নাথান লায়ন (৩৭৬ উইকেট)। তাদের পরে রয়েছেন শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ (৩৬৩ উইকেট) ও ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (৩৬২ উইকেট)।

এ সম্পর্কিত আরও খবর