স্বপ্নের ফুটবল খেলছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ দাপটে এগিয়ে যাচ্ছে অলরেডরা। বৃহস্পতিবার রাতে লেস্টার সিটির মাঠ থেকেও উড়ন্ত জয় নিয়ে ফিরেছে তারা।
বড়দিনের ছুটি শেষে ৪-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে ইয়ুর্গেন ক্লপের দল। এবারের ইংলিশ লিগের একমাত্র অপরাজিত দল লিভারপুল। এনিয়ে টানা নবম জয় তুলে নিয়েছে দলটি।
সব মিলিয়ে ক্লাব রেকর্ডটাকে আরও সমৃদ্ধ করেছে লিভারপুল। টানা ৩৫ ম্যাচ অপরাজিত আছে তারা। শিরোপার জয় তাদের জন্য যেন সময়ের ব্যাপার মাত্র।
বৃহস্পতিবার অন্য ম্যাচে বোর্নমাউথ আটকে (১-১) দিয়েছে আর্সেনালকে। সাউথ্যাম্পটনের কাছে ০-২ গোলে হেরেছে চেলসি। নিউক্যাসল ইউনাইটেডকে ৪-১ গোলে হারিয়েছে জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড।
লেস্টারের মাঠে ম্যাচে ৩১তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। গোলদাতা ব্রাজিলিয়ান রিক্রুট ফিরমিনো। ৭১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন জেমস মিলনার। ২ মিনিট না যেতেই নিজের দ্বিতীয় গোলটি তুলে নেন ফিরমিনো।
ম্যাচের ৭৮তম মিনিটে চেম্বারলেইনের গোল বড় ব্যবধানে জয় নিশ্চিত করে লিভারপুলের।
এ অবস্থায় ১৮ ম্যাচে ১৭ জয়ে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ৩৯ পয়েন্ট নিয়ে এরপরই লেস্টার সিটি। ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তিনে ম্যানচেস্টার সিটি।