উদ্বোধনী দিনেই বাংলাদেশের অগ্নি পরীক্ষা

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-20 23:42:16

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফিলিস্তিনের বিপক্ষে অগ্নি পরীক্ষা দিয়েই বঙ্গবন্ধু গোল্ড কাপ মিশন শুরু করবে বাংলাদেশ। মঙ্গলবার (৭ জানুয়ারি) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দেওয়া (বাফুফে) টুর্নামেন্ট সূচিই বলছে এ কথা।

২০১৮ সালে বাংলাদেশের ফাইনালে উঠার স্বপ্ন গুড়িয়ে দিয়েছিল ফিলিস্তিন। সেমি-ফাইনালে আয়োজকদের ২-০ গোলে হারিয়ে শুধু ফাইনালেই উঠেনি তারা। তাজিকিস্তানকে হারিয়ে ট্রফিও ছিনিয়ে ছিল ফিলিস্তিনিরা।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৫ জানুয়ারি পর্দা উঠছে টুর্নামেন্টের ষষ্ঠ আসরের। উদ্বোধনী দিনে স্বাগতিক বাংলাদেশ লড়বে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দল ফিলিস্তিনের বিপক্ষে।

গ্রুপ পর্বে লাল-সবুজদের অন্য প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এ গ্রুপে লঙ্কানদের বিপক্ষে জামাল ভূঁইয়াদের শেষ ম্যাচ ১৯ জানুয়ারি।

বি গ্রুপে লড়বে মরিশাস, বুরন্ডি ও সিশেলস। গ্রুপ পর্ব শেষে শেষ চারের লড়াই হবে ২২ ও ২৩ জানুয়ারি। ফাইনাল ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে ২৫ জানুয়ারি। প্রতিযোগিতার সব ম্যাচ শুরু হবে বিকেল ৫টায়।

টুর্নামেন্ট সূচি

১৫ জানুয়ারি বাংলাদেশ-ফিলিস্তিন 
১৬ জানুয়ারি মরিশাস-বুরুন্ডি 
১৭ জানুয়ারি  ফিলিস্তিন-শ্রীলঙ্কা 
১৮ জানুয়ারি বুরুন্ডি-সিশেলস 
১৯ জানুয়ারি  শ্রীলঙ্কা-বাংলাদেশ 
২০ জানুয়ারি সিশেলস-মরিশাস
২২ জানুয়ারি প্রথম সেমি-ফাইনাল 
২৩ জানুয়ারি  দ্বিতীয় সেমি-ফাইনাল 
২৫ জানুয়ারি  ফাইনাল

এ সম্পর্কিত আরও খবর