ভালভার্দে গেলেন, সেতিয়েন এলেন

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 18:24:23

চাকরি হারিয়েছেন বার্সেলোনার কোচ আর্নেস্তো ভালভার্দে। তার উত্তরসূরি হয়েছেন রিয়াল বেটিসের সাবেক কোচ কিকে সেতিয়েন।

৫৫ বছরের ভালভার্দে ন্যু ক্যাম্পকে টানা দুটি স্প্যানিশ লিগ শিরোপা এনে দিয়েছেন। চলতি মৌসুমেও লা লিগার শিরোপা জয়ের লড়াইয়ে এখনো গোল ব্যবধানে শীর্ষ স্থান ধরে রেখেছে বার্সা।

কিন্তু দলের বাজে পারফরম্যান্সের কারণে ক্লাব কর্তাদের আস্থা হারিয়ে ফেলেন ভালভার্দে। বিশেষ করে ইউরোপিয়ান ফুটবলে দলকে কোনো সাফল্যই উপহার দিতে পারেননি। বার্সাকে তিনি তুলতে পারেননি চ্যাম্পিয়নস লিগের ফাইনালেই।

বৃহস্পতিবার রাতে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২-৩ গোলে হার মানে বার্সেলোনা। এরপরই গুঞ্জন রটে যায় চাকরি হারাচ্ছেন ভালভার্দে। সেই গুঞ্জনটাই এবার সত্য হলো।

রিয়াল বেটিস সেতিয়েনের অধীনে ২০০৫ সালের পর সবচেয়ে ভালো পারফরম্যান্স করে গত মৌসুমে। দলকে কোপা দেল রে-র সেমিফাইনালে তুলে ক্লাবের দায়িত্ব ছাড়েন তিনি মে-তে।

আড়াই বছরের জন্য কাতালান জায়ান্টদের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন ৬১ বছরের সেতিয়েন। মঙ্গলবার তাকে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দিবে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

এ সম্পর্কিত আরও খবর