ফাইনালে টস জিতে বোলিংয়ে খুলনা টাইগার্স

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-31 13:30:47

টসে জিততে চেয়েছিলেন দুই অধিনায়ক। তবে হাসলেন মুশফিকুর রহিম। বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালে টসে জিতেছে খুলনা টাইগার্স। বেছে নিয়েছে বোলিং। মিরপুরে রাতের শিশিরে বোলিং করা এড়াতেই মুশফিকুর রহিম টসে জিতে এই সিদ্ধান্ত নিয়েছেন।

কোয়ালিফায়ারে জয়ী একাদশ নিয়েই ১৭ জানুয়ারির ফাইনালে নেমেছে খুলনা টাইগার্স। পেছনের ম্যাচগুলোতে দল হিসেবে যে পারফরম্যান্স দেখিয়েছে খুলনা, ফাইনালেও দলের কাছে তেমন পারফরম্যান্সই আশা করছেন মুশফিকুর রহিম। বিপিএলের সবগুলো আসরে খেললেও এই প্রথম মুশফিক ফাইনাল খেলছেন। টস জিতে মুশফিক বলছিলেন- ‘এই ম্যাচের আগে আমরা বেশ কয়েকদিন বিশ্রাম পেয়েছি। পুরো দল খুব তরতাজা আছে। মাঠের পারফরম্যান্সে এখন আমরা নিজেদের মেলে ধরতে চাই।’

টসে হেরে ‘গুড উইকেটে’ আগে ব্যাটিংয়ের সুযোগ পাওয়া প্রসঙ্গে রাজশাহী রয়্যালসের অধিনায়ক আন্দ্রে রাসেল বলছিলেন- ‘স্কোরবোর্ডে আমাদের ভালো স্কোর তুলতে হবে। এই উইকেটে ১৭০/১৮০ রান করতে চাই আমরা। আশায় আছি সেই রান রক্ষা করার মতো দক্ষ বোলার আছে আমাদের। এখন বড় রান তোলার সুযোগটা কাজে লাগাতে হবে।

খুলনা টাইগার্স: মুশফিকুর রহিম, রাইলি রুশো, রোবি ফ্রাইলিঙ্ক, নাজমুল হোসেন শান্ত, শামসুর রহমান, মেহেদি হাসান মিরাজ, নাজিবুল্লাহ জাদরান, শফিউল ইসলাম, মোহাম্মদ আমির, শহিদুল ইসলাম ও তানভীর ইসলাম।

রাজশাহী রয়্যালস: আন্দ্রে রাসেল, অলক কাপালি, ফরহাদ রেজা, কামরুল ইসলাম রাব্বী, আবু জায়েদ রাহী, ইরফান সুক্কুর, লিটন দাস, আফিফ হোসেন, শোয়েব মালিক, মোহাম্মদ নওয়াজ ও মোহাম্মদ ইরফান।

এ সম্পর্কিত আরও খবর