ব্যর্থ বাফুফে, কর্তারা অনুশোচনাহীন: তরফদার রুহুল আমিন

ফুটবল, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 15:28:55

ব্যর্থতার বৃত্তে বন্দী বাংলাদেশ ফুটবল। আশার আলো উঁকি দিচ্ছে না। একটু একটু করে তলানিতেই হাঁটছে ফুটবল। এনিয়ে বেশ সরব একজন। তিনি বাংলাদেশ জেলা ও বিভাগীয় সংগঠন পরিষদের মহাসচিব এবং বাংলাদেশ ফুটবল ক্লাবস অ্যাসোসিয়েশনের সভাপতি তরফদার মো. রুহুল আমিন। আরও একবার ফুটবলের ব্যর্থতার চিত্র উঠে এসেছে তার কথায়।

মঙ্গলবার ক্রীড়া সাংবাদিকদের অন্যতম সংগঠন ‘বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি’ পরিদর্শন করেন তরফদার মো. রুহুল আমিন। ক্রীড়ালেখক সমিতির নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে শুভেচ্ছা জানাতে যান তিনি। তরফদার রুহুল আমিনকে স্বাগত জানান সংগঠনের নতুন সভাপতি সনৎ বাবলা ও সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ।

সৌজন্য সেই সাক্ষাতের পর গণমাধ্যমে কথা বলেন তরফদার মো. রুহুল আমিন। জাতীয় ফুটবল দলের ধারাবাহিক ব্যর্থতা, পাইপলাইনে পর্যাপ্ত খেলোয়াড় সংকট, বাফুফের আসন্ন নির্বাচনসহ নানান বিষয়ে কথা বলেন তরফদার রুহুল আমিন। অনেকদিন ধরেই জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সাফল্যহীন দেশের ফুটবল।

রুহুল আমিন বলেন, ‘এসএ গেমসে অনেকদিন ধরেই সাফল্যহীন দেশের ফুটবল। সর্বশেষ নেপালে অনুষ্ঠিত এসএ গেমসেও সেই ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেছে দল। নেপাল ও ভুটানের মতো দলের বিপক্ষে আমরা জিততে পারিনি। এমন ব্যর্থতার পরও সেটা নিয়ে পোস্টমর্টেম হয়নি। কেন এমন ব্যর্থতা তা নিয়ে মোটেও মাথা নেই বাফুফের। থাকলে এসএ গেমসে কেন খারাপ করল দল সেটার একটা তদন্ত কমিটি গঠন করত বাফুফে। তা না করে তড়িঘড়ি করে বঙ্গবন্ধু গোল্ডকাপ আয়োজন করেছে। সেখানেও সাফল্য পায়নি। প্যালেস্টাইন খেলতে এসেছে। তারা ভালো দল। কিন্তু কি মানের দল এসেছে আপনারা দেখেছেন। প্যালেস্টাইনে জাতীয় দলের খেলোয়াড় ছিল মাত্র ৫-৬ জন। আফ্রিকা থেকে বুরুন্ডি খেলতে এসেছে। তারাও ভালো দল। তবে যে দলটি খেলেছে সেই দলের অধিকাংশ খেলোয়াড় অনূর্ধ্ব-১৭ দলের ফুটবলার। তারপরও ভালো বলতাম যদি গোল্ডকাপে আমরা প্যালেস্টাইন কিংবা বুরুন্ডিকে হারাতে পারতাম।'

টানা খেলার মধ্যে থাকায় পর্যাপ্ত বিশ্রাম পায়নি জাতীয় দলের খেলোয়াড়রা। তরফদার রুহুল আমিন জানাচ্ছিলেন, ‘বাফুফের বর্তমান কমিটি অনেকদিন ধরে ক্ষমতায়। কিন্তু এতদিনেও তারা একটা শক্তিশালী ফুটবল কাঠামো তৈরি করতে পারিনি। জাতীয় দলের পাইপলাইন শক্ত থাকলে এসএ গেমসে, বঙ্গবন্ধু গোল্ডকাপে দল বাজে ফল করত না। আপনার হাতে বিকল্প খেলোয়াড়, সাইড বেঞ্চে অতিরিক্ত রিসোর্স থাকলে নিশ্চয় আপনি ক্লান্ত-পরিশ্রান্ত খেলোয়াড়দের মাঠে নামাতেন না।'

রুহুল আমিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্তা-ব্যক্তিদের সমালোচনাও করলেন। তিনি বলেন, ‘বর্তমানে যিনি আছেন তিনি একটি নির্দিষ্ট ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন, আবার জাতীয় দলেও। তাহলে দল নির্বাচনে নিরপেক্ষতা থাকবে কিভাবে। আমরা বাফুফের ব্যর্থতা নিয়ে বার বার বলছি। বাফুফের কর্তারা বার বার ব্যর্থ হচ্ছেন, তবু তাদের অনুশোচনা নেই।'

এ বছরই বাফুফের নির্বাচন। এই নির্বাচনে বাস্তবমুখী আর যুগোপযোগী ইশতেহার নিয়ে মাঠে নামবেন বলে জানালেন- তরফদার রুহুল আমিন।

এ সম্পর্কিত আরও খবর