অবশেষে ভারতকে হারাল নিউজিল্যান্ড

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-22 23:30:00

টি-টোয়েন্টি সিরিজে কোনো জয়ের দেখা পায়নি নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে ৫-০ তে হোয়াইটওয়াশ হয়েছে তারা। অবশেষে ওয়ানডে সিরিজে এসে কাঙ্ক্ষিত জয়ের দেখা পেয়েছে কিউইরা। প্রথম ওয়ানডেতে স্বাগতিকরা ৪ উইকেটে হারিয়েছে বিরাট কোহলিদের। ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল টম লাথামের দল।

হ্যামিল্টনে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শ্রেয়াস আইয়ারের সেঞ্চুরির সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৪৭ রানের পুঁজি সংগ্রহ করে ভারত।

১০৭ বলে ১১ বাউন্ডারি ও এক ছক্কায় ১০৩ রানের দুরন্ত এক ইনিংস খেলেন শ্রেয়াস আয়ার। এটিই তার ক্যারিয়ারের প্রথম ওয়ানডে শতক। কিন্তু সেঞ্চুরিটা কোনো কাজেই আসল না। তার দল যে হেরে গেছে ব্ল্যাক ক্যাপদের কাছে। আর ৮৮ রানে অপরাজিত থেকে যান লোকেশ রাহুল। ৫১ রান নিয়ে সাজঘরে ফেরেন ক্যাপ্টেন বিরাট কোহলি।

নিউজিল্যান্ডের হয়ে দুটি উইকেট শিকার করেন টিম সাউদি। একটি করে উইকেট নেন কলিন ডি গ্র্যান্ডহোম ও ইশ সোধি।

জবাবে রস টেলরের শতকে ১১ বল হাতে রেখেই (৪৮.১ ওভারে) ৬ উইকেটে ৩৪৮ রান তুলে জয় ছিনিয়ে নেয় নিউজিল্যান্ড।

ম্যাচ সেরা রস টেলর ১০৯ রানের হার না মানা দুরন্ত এক ইনিংস খেলেন। তার ৮৪ বলের ইনিংসে ছিল ১০  বাউন্ডারি ও ৪ ছক্কার মার। সঙ্গে হেনরি নিকোলস ৭৮ ও টম লাথাম করেন ৬৯ রান।

ভারতের হয়ে দুটি উইকেট নেন কুলদ্বীপ যাদব। একটি করে উইকেট নেন মোহাম্মদ শামি ও শার্দুল ঠাকুর।

এ জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রইল নিউজিল্যান্ড। হারের সঙ্গে এ ম্যাচে স্লো ওভার রেটের জন্য ম্যাচ ফি-র ৮০ শতাংশ জরিমানা দিতে হলো ভারতকে। এনিয়ে টানা তিন ম্যাচে একই কারণে শাস্তি পেলেন বিরাট কোহলিরা। আগের দুই টি-টোয়েন্টিও নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পেরে জরিমানা (ম্যাচ ফি-র ৪০ ও ২০ শতাংশ) গুনে সফরকারীরা।

এ সম্পর্কিত আরও খবর