বিশ্বকাপে ভুল কাটিয়ে উঠার অপেক্ষায় টাইগ্রেসরা

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 15:04:46

প্রস্তুতির পালা শেষ। এবার শুরু আসল লড়াই। শুক্রবার শুরু আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। প্রস্তুত স্বাগতিক অস্ট্রেলিয়া। টুর্নামেন্টে প্রথম ম্যাচে সিডনিতে তাদের প্রতিপক্ষ ভারত। তবে বাংলাদেশের বিশ্বকাপ শুরু ২৪ ফেব্রুয়ারি।

টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। গ্রুপের অন্য দলগুলো-অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপের দল-ইংল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও থাইল্যান্ড।

নারী বিশ্বকাপে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে ২৪ ফেব্রুয়ারি, পার্থে। ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াই ক্যানবেরার মানুকা ওভালে। ২৯ ফেব্রুয়ারি প্রতিপক্ষ নিউজিল্যান্ড, মেলবোর্নের জাংসান ওভালে। ২ মার্চ একই মাঠে গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে মাঠে নামবে টাইগ্রেসরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল মেলবোর্নে ৮ মার্চ, বিশ্ব নারী দিবসে!

প্রস্তুতি পর্বে বৃহস্পতিবার পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসটা তুঙ্গে নারী ক্রিকেট দলের। তবে আসল লড়াইয়ে আরও উন্নতি করতে হবে বলেই মনে করেন সালমা খাতুন। ব্রিসবেনে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ৫ রানে জয় তুলে নেয় বাংলাদেশ। ২০ ওভারে ৮ উইকেটে বাংলাদেশ তুলে ১১১ রান। এরপর দুই বল বাকি থাকতেই পাকিস্তানকে ১০৬ রানে অলআউট করে টাইগ্রেসরা।

এই সাফল্যের পর এখন সালমা খাতুন বলছিলেন, ‘দেখুন, পাকিস্তানের বিপক্ষে এই জয় অনেক আত্মবিশ্বাস জোগাবে আমাদের। বিশ্বকাপের আগে নিজেদেরকে গুছিয়ে নেওয়ার ও নতুন করে ভাবার দারুণ একটা সুযোগ করে দিয়েছে এই ম্যাচ।’

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক প্রস্তুতি পর্বের সাফল্যে খুশি। জানাচ্ছিলেন, ‘পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং পারফরম্যান্স নিয়ে আমরা সন্তুষ্ট। অবশ্য শেষ পাঁচ ওভারে আমাদের বেগ পেতে হয়েছে। আমাদের রান-রেট ভালো ছিল না। সাফল্য পেতে হলে এটা নিয়ে কাজ করতে হবে আমাদের। বোলিংয়ের ডেথ ওভারে ভালোভাবে ইয়র্কার লেংথে বল করতে পারিনি আমরা। বিশ্বকাপে এই ভুলগুলো কাটিয়ে উঠতেই হবে।’

যদিও বিশ্বকাপের গ্রুপ পর্বে লাল-সবুজের প্রতিনিধিদের চার প্রতিপক্ষই ভীষণ কঠিন। ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর শ্রীলঙ্কা। কঠিন চ্যালেঞ্জ নিয়েই লড়বে টাইগ্রেসরা।

বাংলাদেশ দল:

সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ (সহ-অধিনায়ক), জাহানারা আলম, শামিমা সুলতানা, মুর্শিদা খাতুন হ্যাপি, আয়েশা রহমান, নিগার সুলতানা জ্যোতি, সানজিদা ইসলাম, খাদিজাতুল কুবরা, পান্না ঘোষ, ফারজানা হক পিংকি, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, ঋতু মণি ও সোবহানা মোস্তারি।

স্ট্যান্ডবাই:

শায়লা শারমীন, সুরাইয়া আজমীন, লতা মন্ডল, পূজা চক্রবর্তী ও রাবেয়া।

এ সম্পর্কিত আরও খবর