জুনিয়ররা এবার উঠে দাঁড়াও, তাগিদ মাশরাফির

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 08:50:54

ধ্বংসস্তুপ থেকে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। দুঃস্বপ্নের মতো ছিল টেস্ট সিরিজ। সর্বনিম্ম ৪৩ রানে অলআউটের লজ্জার সঙ্গে ছিল হোয়াইওয়াশের যন্ত্রণা! সেই ব্যর্থতার মেঘ সরিয়ে আবারো হেসে উঠেছে সূর্য। একজন মাশরাফি বিন মর্তুজার স্পর্শে আরো একবার ফিরে এসেছে সেই সুদিন। ওয়েস্ট ইন্ডিজকে ১৮ রানে হারিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা জিতে নিয়েছে সিরিজ।

মাশরাফির নেতৃত্বে ৯ বছর পর বিদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। এই সাফল্যের আনন্দটা সবার সঙ্গেই ভাগ করে নিতে চান টাইগারদের ওয়ানডে ক্যাপ্টেন। যেমনটা বলছিলেন তিনি, ‘ক্রিকেট সত্যিকার অর্থেই মানসিক খেলা। টেস্টে ব্যর্থতা পেছনে ফেলে পুরো ওয়ানডে সিরিজে ভালো খেলেছি আমরা। এমনকি দ্বিতীয় ম্যাচ হারলেও এগিয়ে ছিলাম অনেকটা সময়। আমি ভীষণ খুশি। বোলাররা দারুণ ছিল। সিনিয়ররা দায়িত্ব পালন করেছে। আমি বলবো-এবার জুনিয়রদের দায়িত্ব নেয়ার পালা।’ জুনিয়রদের উঠে দাঁড়ানোর তাগিদটাই দিলেন মাশরাফি।

সত্যিকার অর্থেই সিনিয়রাই খেলছেন। জুনিয়ররা গত কয়েক বছর ধরেই ব্যর্থতার চোরাগলি থেকে বেরিয়ে আসতে পারছেন না। তামিম, মুশফিক, সাকিব মাহমুদউল্লাহ আর মাশরাফিই দলের সেরা পারফরমার। তারা ব্যর্থ হলে একটি দিনের জন্যও বাকীরা দায়িত্ব নিতে পারছেনা। জুনিয়রদের পারফরম্যান্স দারুণ হতাশাজনক।

ওয়ানডে মিশন শেষ। মাশরাফিরও এবার ঘরে ফেরার পালা। তবে সামনেই আছে এশিয়া কাপ। এই টুর্নামেন্টেই এখন চোখ টাইগারদের ওয়ানডে অধিনায়কের। জানাচ্ছিলেন, ‘গত ৩-৪ মাসের দিকে তাকালে দেখতে পাবেন এই সিরিজ জেতাটা আমাদের জন্য খুব দরকার ছিল। এই সাফল্য এশিয়া কাপের আগে আমাদের জন্য ভালো হল। তবে কিছু জায়গায় এখনো উন্নতি করতে হবে। সিরিজ জেতা মানেই তো সব না। অনেক জায়গায় এখনো উন্নতির সুযোগ রয়েছে আমাদের। অনেক উন্নতি করতে হবে সবাইকে।’

এর আগে শেষ দিকে বল করতে এসে দলকে ডুবিয়েছেন রুবেল হোসেন। কিন্তু শনিবার সেন্ট কিটসে দারুণ বল করলেন এই পেসার। ৪৯তম ওভারে তার বোলিং মুগ্ধ করেছে মাশরাফিকে। বলছিলেন, ‘রুবেল দলের প্রয়োজনমাফিক কাজটা করতে পেরেছে এই ম্যাচে। আবার এর আগে রুবেল এসে ব্রেকথ্রু দেয়াতে পরের বোলারদের জন্য সুবিধা হয়েছে। এভাবেই একটু একটু করে উন্নতি হচ্ছে আমাদের।’

ম্যাচে মাশরাফি নিজেও দুর্দান্ত খেলেছেন। বল হাতে নিয়েছেন দুই উইকেট। আর ব্যাট হাতে ২৪ বলে ৩৬ রান তুলেছেন। সঙ্গে নিঁখুত নেতৃত্ব তো ছিলই। নিজের এই পারফরম্যান্স নিয়ে অবশ্য কিছুই বলতে রাজী নন অমায়িক এই নেতা। তিনি বরং টি-টুয়েন্টি সিরিজের জন্য সতীর্থদের শুভকামনা জানালেন। ম্যাশ বলেন, ‘আমাদের এখন আত্মবিশ্বাসী হয়ে টি-টুয়েন্টি সিরিজ শুরু করতে হবে। এই ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজ খুবই শক্তিশালী। আশা করছি ওদের সঙ্গে ভাল কিছুই করবে সাকিবরা।’

উইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ১ আগষ্ট। পরের দুটি ম্যাচ ৫ ও ৬ আগস্ট ।

এ সম্পর্কিত আরও খবর