টোকিও অলিম্পিক পিছিয়ে ২০২২ এ যাচ্ছে?

বিবিধ, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-09-01 10:53:43

পূর্ব নির্ধারিত সময় সূচি অনুযায়ী টোকিও অলিম্পিক চলতি বছরের জুলাই-আগস্টে হওয়ার কথা। তবে বিশ্বজুড়ে করোনাভাইরাস পরিস্থিতিতে এখন নির্ধারিত সময়ের মধ্যে এই অলিম্পিকের শুরু হওয়াটা বড় অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এই ভাইরাসকে বৈশ্বিক মহামারি বলে ঘোষণা দিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ তাদের দেশে ভ্রমণের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। গোটা বিশ্বের সার্বিক পরিস্থিতি জানাচ্ছে টোকিও অলিম্পিকও সম্ভবত জুলাই-আগস্টে হচ্ছে না। নিশ্চিতভাবে এই গেমস পিছিয়ে যাচ্ছে। এই বিষয়ে সুস্পষ্ট একটা ইঙ্গিত দিয়েছেন টোকিও অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির সদস্য হারুইউকি তাকাহাসি। বাস্তবতা মেনে নিয়ে তিনি জানিয়েছেন-এই গেমস দু’বছর পিছিয়ে ২০২২ সালে নিয়ে যাওয়া হতে পারে।

ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক সাক্ষাৎকারে তাকাহাসি এই সম্ভাবনার কথা জানিয়েছেন। প্রশ্ন উঠতে পারে যদি অলিম্পিক পিছিয়ে দিতেই হয় তাহলে সেটা তো এক বছর পেছানো যেতে পারে। ২০২১ সালে সেটা অনুষ্ঠিত করলে সমস্যা কি? কিন্তু তা নতুন তারিখ হিসেবে কেন ২০২২ সালকে বেছে নিতে হচ্ছে?

এই প্রশ্নের উত্তরও খুব সহজ। ২০২১ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠেয় হওয়ার কথা। সেই গেমসে বিশ্বের বিভিন্ন দেশের ক্রীড়া ফেডারেশনগুলো ব্যস্ত থাকবে। সেই ব্যস্ত সূচির মধ্যে অলিম্পিকের মতো বড় আসরের জন্য প্রস্তুতি নেওয়াটা মোটেও সম্ভবপর নয়। তাই টোকিও অলিম্পিক যদি পেছাতেই হয় তবে সেটা ২০২২ সাল পর্যন্ত পিছিয়ে দিতে হবে।

২০২২ সালে বেইজিংয়ে শীতকালীন অলিম্পিক এবং কাতারে সেই বছরের নভেম্বর-ডিসেম্বরে বিশ্বকাপ ফুটবল আয়োজনের সূচি আছে। সেই সূচির ভিড়ে বছরের মাঝ বরাবর অলিম্পিক গেমসের আয়োজনও করা যেতে পারে। হ্যাঁ, এটা ঠিক যে একই বছরে এক নাগাড়ে এতগুলো গেমসের আয়োজনে বিজ্ঞাপনের বাজার থেকে আয়ে ঘাটতি দেখা দিতে পারে। স্পন্সর প্রতিষ্ঠানগুলোর ওপর বাড়তি চাপ পড়তে পারে। তবে যেহেতু অন্য কোনো পথে সমাধান নেই তাই বাড়তি চাপ মেনে নিয়েই উপায় খুঁজতে হবে।

২০২২ সালে টোকিও অলিম্পিক গেমস পিছিয়ে নিয়ে যাওয়া হলে অতি অবশ্যই সেবছরের কমনওয়েলথ গেমসও পিছিয়ে দিতে হবে। ২০২২ সালের আগস্টে যুক্তরাজ্যের বার্মিংহামে পরবর্তী কমনওয়েলথ গেমস আয়োজনের সূচি আছে।

সমস্যা আরেকটি আছে। টোকিও অলিম্পিক গেমস পিছিয়ে ২০২২ সালে গেলে পরের অলিম্পিক গেমসের কি হবে? ২০২৪ সালের অলিম্পিক গেমস যে প্যারিসে অনুষ্ঠেয় হওয়ার কথা আছে। দু’বছর পরপর অলিম্পিক গেমস আয়োজনের ধকল কি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (ওআইসি) সামাল দিতে পারবে?

প্রশ্ন অনেক। কিন্তু এর মধ্যে থেকেই সমাধান খুঁজে বের করতে হবে। এবং সেটা খুব শিগগিরই!

এ সম্পর্কিত আরও খবর