করোনা নির্মূলে ইব্রার তহবিল

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 18:43:23

করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। করোনার সংক্রমণ প্রতিরোধ এবং রোগীদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিতে মহানুভব এই সুইডিশ তারকা গড়ে চলেছেন তহবিল।

ইব্রাহিমোভিচ নিজেই এক লাখ ইউরো সহায়তা দিয়েছেন। সহকর্মী ফুটবলারদেরও আহ্বান জানিয়েছেন সহায়তার হাত বাড়িয়ে দিতে। যাতে ভাইরাসটি নির্মূল করা যায়।

ইব্রা এখন খেলছেন ইতালিয়ান জায়ান্ট এসি মিলানে। যে দেশে এখন তার ক্লাব ফুটবল ক্যারিয়ারের ঠিকানা, চীনের পর সেই দেশকেই এখন সবচেয়ে বাজে পরিস্থিতির মোকাবেলা করতে হচ্ছে।

সহায়তা চেয়ে ইব্রার ইনস্টাগ্রাম পোস্টের এক ঘণ্টা পর তহবিলে জমা হয়েছে এখন পর্যন্ত এক লাখ ৯ হাজার ৬৫২ ইউরো।

পোস্টে ইব্রা লিখেন, ‌‌‌‌‌`ভাইরাসকে দূর করতে সহকর্মী, সব পেশাদার অ্যাথলিট এবং যারা সাধ্যমত কম বা বেশি সাহায্য করতে চান তাদের উদারতার দিকে তাকিয়ে আছি আমি। চলুন সবাই মিলে করোনাভাইরাসকে প্রতিরোধ করি এবং এই ম্যাচটা জিতে নিই।'

পোস্টের শেষে ৩৮ বছরের ইব্রা লিখেন, ‌`মনে রাখবে, ভাইরাসটি যদি জ্লাতানের কাছে না আসে, তবে জ্লাতান ভাইরাসটির কাছে যাবে।'

এ সম্পর্কিত আরও খবর