ঘরে থাকুন, নিরাপদ থাকুন: জামাল ভূঁইয়া

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 09:33:01

করোনাভাইরাস আতঙ্কে বলতে গেলে সব ফুটবলার ও ক্রিকেটার এখন গৃহবন্দী। ব্যতিক্রম নন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও। ঘরে থাকলেও সময়টা ভালোই কাটছে তার। লিওনেল মেসির ছুড়ে দেওয়া টয়লেট পেপার জাগলিং চ্যালেঞ্জে অংশ নিয়ে তার প্রমাণও দিলেন।

লাল-সবুজদের দলপতি দেখিয়ে দিলেন পায়ের কারিকুরিতে আর্জেন্টাইন মেগাস্টার মেসির চেয়ে কোনো অংশে কম যান না। জাদুকরি পায়ে টয়লেট পেপার জাগল করলেন মেসির সমান ১৯বার।

শুধু জাগল করা নিয়েই ব্যস্ত সময় কাটছে না জামাল ভূঁইয়ার। করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে সামাজিক সচেতনতায়ও দিচ্ছেন সময়। স্বেচ্ছায় গৃহবন্দী বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমেই সেরেছেন মহৎ কাজটি।

নিজের টয়লেট পেপার জাগল করার ভিডিও পোস্ট করে লোকজনকে সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরেই থাকতে পরামর্শ দিয়েছেন জামাল ভূঁইয়া। লিখেছেন, ‘ঘরে থাকুন, নিরাপদ থাকুন, সক্রিয় থাকুন। কমেন্টস সেকশনে আপনার হ্যাশট্যাগ স্টে ইন হোম চ্যালেঞ্জ ভিডিও পাঠান আমাকে।’

ভিডিও দেখুন-

এ সম্পর্কিত আরও খবর