ফিফার হয়ে করোনা যুদ্ধে মেসি-অ্যালিসনরা

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-21 15:00:17

কোভিড-১৯ নিয়ে সারা বিশ্বে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য কাজ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। নিজেদের এ মহতী কাজে সংস্থাটি সঙ্গী করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাকে।

সংস্থা দুটি মিলে সাবেক-বর্তমান তারকা ফুটবলার ও ফুটবল কোচদের নিয়ে সচেতনতামূলক একটি ভিডিও তৈরি করে ছড়িয়ে দিয়েছে গোটা বিশ্বে।

‘পাস দ্য মেসেজ টু কিক আউট করোনাভাইরাস’ স্লোগান নিয়ে নির্মিত এই ভিডিওতে অংশ নিয়েছেন সাবেক-বর্তমান মিলিয়ে ২৮জন ফুটবলার। তারা সবাই করোনা থেকে মুক্ত থাকতে হাত ধোয়া, কনুই চেপে হাঁচি-কাশি দেওয়া, মুখ স্পর্শ না করা, শারীরিক দূরত্ব বজায় রাখা এবং অসুস্থ হলে ঘরে থাকা- এই পাঁচটি স্বাস্থ্যবিধি মানতে সবাইকে উৎসাহিত করেছেন।

ভিডিও বার্তায় লিভারপুলের গোলবারের অতন্দ্র প্রহরী অ্যালিসন বেকার বলেন, ‘হাত ধুয়ে শুরু হবে কাজ। দয়া করে সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বার বার হাত ধুয়ে নিন।

আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি বলেন, ‘মুখ স্পর্শ করবেন না। এতে চোখ, নাখ ও মুখ দিয়ে ভাইরাসটি আপনার শরীরে ঢুকতে পারবে না।’

এ সম্পর্কিত আরও খবর