আলজেরিয়ায় চিকিৎসা সরঞ্জামাদি পাঠালেন জিদান

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 23:59:23

জন্ম, বেড়ে উঠা, তারকা ফুটবলার বনে যাওয়া, ১৯৯৮ ফিফা বিশ্বকাপ জয়সহ তার সবকিছুতেই জড়িয়ে আছে ফ্রান্স। কিন্তু এমন মহাবিপর্যয়ের দিনে জিনেদিন জিদান ভুলতে পারেননি আলজেরিয়ার কথা। কেননা আফ্রিকার এই দেশটিতেই রয়েছে তার জীবনের শেকড়।

দেশটিতে করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন আলজেরিয়ান বংশোদ্ভূত বিশ্ব ফুটবলের সাবেক এই সুপারস্টার। করোনাভাইরাস মহামারী ছড়িয়ে পড়া আলজেরিয়ার বেজাইয়া প্রদেশের হাসপাতালে মেডিকেল সরঞ্জামাদি সরবরাহ করেছে তার দাতব্য ফাউন্ডেশন। এই শহরেই যে তার পরিবারের উৎপত্তি।

নিজেদের গড়া ফাউন্ডেশনের মাধ্যমে পাঁচটি রিসাসিটেশন কিটস, ভেন্টিলেটর, মনিটর ও অন্যান্য চিকিৎসা সরঞ্জামাদি দান করেছেন রিয়াল মাদ্রিদ কোচ জিদান ও তার বাবা।

করোনা সঙ্কটে এগিয়ে এসেছেন অন্য কোচরাও। এর আগে মেডিকেল ইকুইপমেন্ট কেনার জন্য নিজের দেশের হাসপাতালে এক মিলিয়ন ইউরো দান করেছেন ম্যানসিটির কাতালান কোচ পেপ গার্দিওলা। আর লন্ডনে স্বেচ্ছাসেবক হিসেবে খাবার বিলি করেছেন টটেনহ্যাম হটস্পারের পর্তুগিজ কোচ হোসে মরিনহো।

এ সম্পর্কিত আরও খবর