নববর্ষে অসহায়দের পাশে দাঁড়াতে বললেন মুশফিক

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 22:25:28

অন্যরকম বাংলা নববর্ষ এসেছে বাঙালির জীবনে। ঘর থেকে বেরোনো মানা। করােনাভাইরাস পাল্টে দিয়েছে সব দৃশ্যপট। গত ২৪ ঘণ্টাতে আরো বেশি করে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। সব মিলিয়ে গোটা দেশে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে।

নতুন বছরের প্রথম দিন ঘরবন্দী হয়েই আছেন অনেকে। তাদেরই একজন মুশফিকুর রহিম। জাতীয় দলের এই তারকা ক্রিকেটার নিয়ম মেনে ঘরেই থাকলেন। সেখান থেকেই মঙ্গলবার ফেসবুকে নিজের অফিসিয়্যাল পেজে ভিডিও বার্তায় নববর্ষের শুভেচ্ছা জানান তিনি।

২ মিনিট ১৬ সেকেন্ডের সেই ভিডিওর শুরুতেই বলেন, ‘আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো থাকতে প্রতিনিয়ত অনেক কষ্ট করে যাচ্ছেন। প্রথমেই বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। পুরো বিশ্ব করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছে। আমাদের দেশও এর ব্যতিক্রম নয়।’

ঠিক এ অবস্থায় নিজে ঘরে থাকলেও যারা করোনার বিরুদ্ধে লড়ে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানালেন মুশফিক। এই তারকা ক্রিকেটার বলেন, ‘আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ, সেনা, র‌্যাব এবং আমাদের ডাক্তার, নার্স, ক্লিনার, কর্মচারী যারা প্রত্যক্ষভাবে প্রতিনিয়ত এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছেন। যাতে করে আমরা আপনারা নিরাপদে থাকতে পারি। তাদেরকে অবশ্যই মনের ভেতর থেকে সালাম জানাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি নিশ্চিত মহান আল্লাহ তায়ালা আপনাদের এই ত্যাগ দেখছেন। এর পুরস্কার আপনারা অবশ্যই পাবেন।’

প্রাণঘাতী এই ভাইরাসের প্রভাবে সবচেয়ে কষ্টে আছেন নিম্নবিত্ত মানুষ। অনেকের ঘরে খাবারও নেই। মুশফিক নিজে তাদের পাশে আছেন। বাংলা নতুন বছরের প্রথম দিনে সবাইকে সেই অসহায়দের পাশে দাঁড়াতে বললেন মুশি।

ভিডিও বার্তায় জানালেন, ‘ইনশাআল্লাহ ব্যক্তিগতভাবে চেষ্টা করছি মানুষকে সাহায্য করার। আজকের এই দিনে আহ্বান করছি আপনারা যে যেভাবেই পারুন সবাই সহযোগিতা করুন। মনে রাখবেন আপনি ও আপনার পরিবার ভালো থাকলে চলবে না। আপনার আশেপাশের তথা পুরো দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে, তাদের যেন খাবারের অভাবে দিন না পার করতে হয়, সেটার দেখার দায়িত্ব আপনার আমার সবার। আসুন আমরা সবাই ঘরে থাকি কিন্তু যেভাবেই পারি সাহায্য করার চেষ্টা করি। একমাত্র আমাদের সবার প্রচেষ্টাই পারে এমন কঠিন মুহূর্তের প্রতিরোধ করতে।’

তিনি নিজে ধার্মিক। এই দুঃসময়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার ব্যাপারটিও মনে করিয়ে দিলেন মুশফিক। বলেন, ‘এমন কী কারও সামর্থ্য না থাকলে নামাজ আদায় করে রোজা রেখে আল্লাহ পাকের দরবারে দোয়া করুন যাতে এই কঠিন সময়টা পার করতে সাহায্য করেন। আশা করছি আপনারা সবাই নিরাপদে থাকবেন ও সুস্থ থাকবেন এবং বাসায় থাকুন।’

মুশফিকের মতো করে সবাই ভাবলে হয়তো এই দুঃসময় কাটিয়ে উঠা সম্ভব।

এ সম্পর্কিত আরও খবর