গ্রায়েম স্মিথ দায়িত্ব নিয়েছিলেন অস্থায়ী ক্রিকেট ডিরেক্টর হিসেবে। তবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) দায়িত্ব পেয়েই দেশের ক্রিকেটের ব্যাপক পরিবর্তন এনেছেন। সেই ভালো কাজের পুরস্কার পেলেন সাবেক এই প্রোটিয়া ক্যাপ্টেন। ক্রিকেট পরিচালক হিসেবে হলেন স্থায়ী।
ভারপ্রাপ্ত ক্রিকেট পরিচালক হিসেবে ৩৯ বছরের স্মিথ দায়িত্ব বুঝে নিয়ে ছিলেন ডিসেম্বরে। এবার প্রাথমিকভাবে চুক্তিবদ্ধ হলেন দুই বছরের জন্য।
দায়িত্ব নিয়েই কোচ হিসেবে নিয়োগ দেন মার্ক বাউচারকে। দলের নেতৃত্বেও এনেছেন পরিবর্তন। আর এখন এবি ডি ভিলিয়ার্সকে দলে ফেরানোর জন্য চালিয়ে যাচ্ছেন আলোচনা।
দক্ষিণ আফ্রিকার হয়ে ২০০২ সালে অভিষেক হয় স্মিথের। ক্যাপ্টেন হিসেবে শন পোলকের উত্তরসূরি হন পরের বছরেই। ২২ বছর বয়সে দেশের সর্বকনিষ্ঠ অধিনায়ক হয়ে গড়েন রেকর্ড।
ক্যারিয়ারে ১৭৭ টেস্টের সঙ্গে খেলেন ১৯৭টি ওয়ানডে। ২০১৪ সালে অবসর নেওয়ার আগে দেশের হয়ে টি-টোয়েন্টি খেলেন ৩৩টি।