রজার্স কাপ রাফায়েল নাদালের

বিবিধ, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-22 23:01:25

শেষ পর্যন্ত অভিজ্ঞতারই জয় হল। যদিও ম্যাচ শুরুর আগে ভিন্ন এক মেজাজে ছিলেন স্টেফানোস সিসিপাস। ২০তম জন্মদিনের আমেজে উড়ছিলেন তিনি। কিন্তু গ্রিসের এই খেলোয়াড়ের জন্মদিনটা বিবর্ন করে দিলেন রাফায়েল নাদাল। তাকে ৬-২, ৭-৬ গেমে হারিয়ে রজার্স কাপ জিতে নিলেন এই স্প্যানিশ তারকা।

ইউএস ওপেন শুরুর আগে র‌্যাংকিংয়ের প্রথম স্থানটা ধরে রাখলেন ৩২ বছর বয়সী নাদাল।

যুক্তরাস্ট্রের ওহিওতে অবাছাই স্টেফানোস সিসিপাসকে হারাতে অবশ্য বেগ পেতে হয়েছে নাদালকে। বিশেষ করে দ্বিতীয় গেম টাই-ব্রেকারে খেলা গড়িয়েছে। কিন্তু নাদালের মতো টেনিস তারকার সঙ্গে পেরে উঠার কৌশলটা এখনো রপ্ত করা হয়নি।



স্প্যানিশ কিংবদন্তি নাদাল এনিয়ে চতুর্থ রজার্স কাপ জিতলেন। এর আগে এই আসরে শিরোপা জিতেন ২০০৫, ২০০৮ ও ২০১৩ সালে৷ ক্লে কোর্টের পাশাপাশি হার্ড কোর্টেও তার সাফল্যটটা দেখার মতো।

সবমিলিয়ে ক্যারিয়ারে এটি নাদালের ৮০ নম্বর এটিপি ট্যুর ট্রফি৷ এ বছর দুর্দান্ত ফর্মে আছেন তিনি। জিতেছেন পাঁচটি ট্রফি। তার হাতে এর আগেই উঠেছে ফরাসি ওপেন, মন্টে কার্লো, বার্সেলোনা ও রোম মাস্টার্স শিরোপা। এবার চোখ বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনে। এ মাসেই শুরু হবে এই টুর্নামেন্ট।

এ সম্পর্কিত আরও খবর