করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়তেই গৃহবন্দী হয়ে পড়েছেন অনেকেই। দেশে চলছে সাধারণ ছুটি। এ অবস্থায় কর্মহীন হয়ে পড়েছে সাধারণ মানুষ। ঘরেও নেই খাবার। তাদের পাশে থাকছেন সহৃদয়বান মানুষেরা। সেই অসহায়দের জন্য কিছু করতে চাইছেন মোহাম্মদ রফিক।
বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই তারকা ক্রিকেটার নিলামে তুলছেন অনেক স্মৃতি জড়িয়ে থাকা তার একটি প্রিয় ব্যাট।
এক ভিডিও বার্তায় তেমনটাই জানিয়েছেন রফিক। তিনি বলেন, 'আমি রফিক। সারা বাংলাদেশের মানুষ করোনাভাইরাসের কারণে অসহায় অবস্থায় রয়েছেন। আমি আমার এই ব্যাটি নিলামের উঠাতে চাইছি। এই ব্যাটে অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখানে যে অর্থ আসবে- সেটা গরিব মানুষের কল্যাণে ব্যয় করা হবে।'
শিগগিরই নিলামে উঠবে রফিকের ব্যাট। যদিও ব্যাটের ভিত্তি মূল্য এখনো ঠিক হয়নি।
সেই ২০০৮ সালে শেষবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গেছে রফিককে। ৪৯ বছরের এ অলরাউন্ডার ৩৩ টেস্ট খেলে করেছেন ১০৫৯ রান। নেন ১০০ উইকেট। ১২৫টি ওয়ানডেতে তুলেছেন ১১৯১ রান। নেন ১২৫ উইকেট।