ফুটবল লিগ: জরুরি সভা ডাকল বাফুফে

ফুটবল, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-29 13:18:41

সবকিছু ঠিক থাকলে আজ সোমবারই ঠিক হয়ে যেতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরুর তারিখ। কিন্তু দুইদিন আগে সেই সম্ভাবনায় জল ঢেলে বাতিল হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভা। তারপরই অবশ্য তোপের মুখে পড়ে দেশের ফুটবলের শীর্ষ এই সংস্থাটি। এ কারণেই জরুরি সভা ডাকতে বাধ্য হলো বাফুফে।

অনিশ্চিত বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের ভাগ্য। এ অবস্থায় বাফুফে সভাপতি রোজার ঈদের আগেই লিগের বিষয়ে সিদ্ধান্ত নিতে পুনরায় জরুরি সভা ডেকেছেন।

গণমাধ্যমে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানালেন সেই নতুন তারিখ। তিনি বলেন, ‘১৭মে রোববার দুপুরে অনুষ্ঠিত হবে বাফুফের জরুরি সভা। যেখানে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে। জরুরি সভায় যদি কোনো সদস্য উপস্থিত হতে না পারলে তারা ভিডিও কানেকশনে থাকবেন।’

এর আগে গত ২৫ এপ্রিল বাফুফের প্রশেনাল লিগ কমিটি সভায় বসে। যেখানে করোনাভাইরাসের কারণে প্রিমিয়ার লিগের ১৩টি ক্লাব লিগ বাতিলের পক্ষে মত দেয়।

এ অবস্থায় বল বাফুফের কোর্টে। তারাই এবারের পেশাদার এই লিগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

এ সম্পর্কিত আরও খবর