স্টিভ ওয়াহ দুনিয়ার স্বার্থপর ক্রিকেটার: শেন ওয়ার্ন

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-31 22:24:29

দুজনে একসঙ্গে খেলেছেন অনেক ম্যাচ। বিশ্বকাপও জিতেছেন। ১৯৯৯ সালের অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ছিলেন স্টিভ ওয়াহ। শেন ওয়ার্ন সেই বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের সেরা খেলোয়াড়ের মর্যাদা পান। নিজের বিশ্বকাপ জয়ী সেই অধিনায়ক সম্পর্কে শেন ওয়ার্নের ধারণাটা এমন- ‘স্টিভ ওয়াহ আমার দেখা সবচেয়ে স্বার্থপর ক্রিকেটার!’

কেন এমনটা মনে হল ওয়ার্নের?

সম্প্রতি টুইটারে একজন স্টিভ ওয়াহ সম্পর্কে তথ্য জানিয়ে বলেন- ‘আর্ন্তজাতিক ক্রিকেটে স্টিভ ওয়াহ ১০৪টি রানআউটের সঙ্গে জড়িত ছিলেন! অর্থাৎ নিজের সুবিধার জন্য অপরপ্রান্তের ব্যাটসম্যানকে রানআউট করাতে তার জুড়ি ছিল না। সবমিলিয়ে স্টিভ ওয়াহর ব্যাটিং সঙ্গী রান আউট হয়েছেন ৭৩ বার!’

টুইটারে এই ভিডিও দেখার পর শেন ওয়ার্ন প্রতিউত্তরে বলেন- ‘আমি স্টিভ ওয়াহকে মোটেও ঘৃণা করি না। তবে এটা ঠিক যে তাকে আমি খুব সহজেই বিশ্বের সবচেয়ে স্বার্থপর ক্রিকেটারের তালিকায় রাখতে পারি।’

নিজের টুইটে ব্যাখ্যায় ওয়ার্ন বলেন- ‘আমি অন্তত এক হাজার বার বলতে পারি, আমি কখনোই স্টিভ ওয়াহকে ঘৃণার করি না। অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা একাদশে সম্প্রতি আমি তাকে রেখেছি। তবে নিশ্চিত বলতে পারি আমি যাদের সঙ্গে খেলেছি তাদের মধ্যে স্টিভ ওয়াহ সবচেয়ে স্বার্থপর ক্রিকেটার। এই পরিসংখ্যানও (রানআউটের) তাই বলছে।’

শেন ওয়ার্ন গত ৩০ মার্চ তার অস্ট্রেলিয়ার সেরা একাদশ নির্বাচন করেন। তাতে অধিনায়ক হিসেবে রাখেন অ্যালান বোর্ডারকে। একাদশের তালিকাটা এমন- ম্যাথু হেডেন, মিচেল স্ল্যাটার, রিকি পন্টিং, মার্ক ওয়াহ, অ্যালান বোর্ডার (অধিনায়ক), স্টিভ ওয়াহ, অ্যাডাম গিলক্রিস্ট, টিম মে, জ্যাসন গিলেস্পি, গ্লেন ম্যাকগ্রা ও ব্রুস রিড।

ক্রিকেটার স্টিভ ওয়াহ সম্পর্কে শেন ওয়ার্নের বিশ্লেষণটা এমন- ‘স্টিভ ওয়াহ ম্যাচ উইনারের চেয়ে ম্যাচ সেভারই বেশি।’

এ সম্পর্কিত আরও খবর