দুঃসময়ে সুখবর পেলেন ক্লুজনার

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 11:37:05

দুঃসময়ে একটা সুখবর শুনলেন তিনি। করোনাভাইরাসে যখন গোটা বিশ্ব দিশেহারা তখনই বেতন কমে যাওয়ার খবর পেয়েছিলেন। তিনি আফগানিস্তান ক্রিকেট দলের হেড কোচ সেটা তো সবারই জানা। এবার ল্যান্স ক্লুজনার আবুধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সের টিম ডিরেক্টর নিযুক্ত হয়েছেন।

এই লিগে গতবার প্রথম খেলতে নামে বাংলা টাইগার্স। শুরুতেই বাংলাদেশ ভিত্তিক দল হয়েছিল তৃতীয়।  সামনে চ্যাম্পিয়ন শিরোপাতেই চোখ দলটির। তাইতো দলে নেওয়া হল ক্লুজনারকে । দলটির চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসি চৌধুরী গণমাধ্যমে জানালেন, ‘দেখুন, টুর্নামেন্টে অন্যতম শক্তিশালী দল হতে চায় বাংলা টাইগার্স। তার অংশ হিসেবেই দক্ষিণ আফ্রিকার ক্লুজনারকে দলে যুক্ত করেছি আমরা।’

সবশেষ টুর্নামেন্টে দলে ছিলেন এনামুল হক বিজয়, আবু হায়দার, ফরহাদ রেজা, জুনায়েদ সিদ্দিক, ইয়াসির আলী, আরাফাত সানি ও মেহেদী হাসান মতো ক্রিকেটাররা। সঙ্গে বিদেশীদের মধ্যে ছিলেন থিসারা পেরেরা, শেহান জয়াসুরিয়া, লিয়াম প্লাঙ্কেট, টম মুরস, হাসান আলী, কলিন ডি গ্র্যান্ডহোম, আন্দ্রে ফ্লেচার, রাইলি রুশো, জেমস ফকনার ও রবি ফ্রাইলিঙ্ক।

করোনাভাইরাসের এ বছরে টি-টেন লিগ শুরু হওয়ার কথা ১৯ নভেম্বর থেকে। আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে টুর্নামেন্টটি চলবে ২৬ নভেম্বর অব্দি। যদিও করোনা সংক্রমণ থামলেই অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

এ সম্পর্কিত আরও খবর