শোয়েব-ধাওয়ানের ঈদ শুভেচ্ছা

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 00:14:45

অন্য রকম এক ঈদ হাজির। করোনাভাইরাস সব আনন্দে জল ঢেলে দিয়েছে। কিছুতেই মানুষের মুখে হাসি নেই। ঘরবন্দী জীবন। সীমিত পরিসরে বাইরে গিয়েও যোগ হয়েছে আতঙ্ক। কিন্তু এরমধ্যে হাজির ঈদ-উল-ফিতর। বাংলাদেশ এই উৎসবে মাতবে সোমবার। তবে রোববার বিশ্বের অনেক দেশই পালন করছে রোজার ঈদ। চলছে ঈদ শুভেচ্ছা বিনিময়।

প্রাণঘাতী ভাইরাসের এই নিদানকালে সবাইকে সতর্ক থেকে ঈদ পালন করতে বললেন শোয়েব আখতার। ঈদ শুভেচ্ছা জানালেন ভারতের তারকা ক্রিকেটার শিখর ধাওয়ানও।

পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আখতার দুটি টুইটে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'সবাইকে ঈদ মোবারক। আমরা সারা জীবন যেমন করে ঈদ পালন করেছি এবারের ঈদ তেমনটা নয়। এ কারণেই সাবধানতা অবলম্বন করতে হবে। দয়া করে, সামাজিক দূরত্ব বজায় রাখুন, বাড়িতে থাকুন, নিরাপদ থাকুন।'

এখানেই শেষ নয়, ঈদের দিনে (পাকিস্তান আজ ঈদ পালন করছে) রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব আরেক টুইটে লিখেছেন 'আমার তো মনে হচ্ছে না ঈদ পালন করছি। জীবন কতটা অনিশ্চিত তা ভাবলে মনে হয়- স্বজনদের সঙ্গে এই যে প্রতিটি মুহূর্ত পাচ্ছি তার জন্য কৃতজ্ঞ থাকা উচিত আমাদের।'

ঈদ শুভেচ্ছা জানালেন ভারতের তারকা ক্রিকেটার শিখর ধাওয়ান। টুইটারে লিখেছেন, 'ঈদের এ খুশির দিনে সবার জন্য শুভেচ্ছা থাকল। আশা করছি খুশিতেই ঈদটা কাটবে। সৃষ্টিকর্তা সবার প্রার্থনা কবুল করুক আর খুশি ছড়িয়ে দিক সব পরিবারে।'

ধাওয়ানের কথাটাই যেন সত্যি হয়। করোনাকাল কেটে সবার পরিবারে ফের খুশির আমেজ ফিরে আসুক।

এ সম্পর্কিত আরও খবর