করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বার্সেলোনার সাত জন। পাঁচজন ফুটবলার। বাকি দুজন ছিলেন কোচিং স্টাফের সদস্য। এই খবরটা মহামারী ছড়িয়ে পড়ার শুরুর দিকের। কিন্তু এতো দিন গোপনই ছিল।
এমনটাই দাবী করেছে কাতালান রেডিও আরএসি ওয়ান। করোনায় পজিটিভ পাঁচ জন ফুটবলারই ছিলেন বার্সার সিনিয়র দলের। তবে তাদের শরীরে কোনো উপসর্গ ছিল না। তারা এখন ফিট ও সুস্থ আছেন। সবাই অনুশীলনেও ফিরেছেন। আর এখন মাঠের লড়াইয়েও ফিরবেন তারা।
এ নিয়ে বার্সা কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। করোনাভাইরাস নিয়ে লা লিগার কোনো রিপোর্টেই এই তথ্য উঠে আসেনি।
অনুশীলনে ফেরার আগে সম্প্রতি বার্সেলোনার সবার করোনা পরীক্ষা হয়েছে। তাতে সবার রিপোর্টই নেগেটিভ এসেছে। লা লিগা ১১ জুন মাঠে ফিরলেও লিওনেল মেসিদের বার্সা প্রত্যাবর্তনের ম্যাচ খেলবে ১৩ জুন। রিয়াল মায়োর্কার বিপক্ষে।