কাতারকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 10:55:20

ইন্দোনেশিয়ার জাকার্তায় এশিয়ান গেমসে রোববার প্রায় পুরোটা দিনই দুঃসংবাদ ভেসে এসেছে। কিন্তু সন্ধ্যা হতেই সুসংবাদ নিয়ে আসে বাংলাদেশের পুরুষ ফুটবল দল। অসাধারন ফুটবলের পসরা সাজিয়ে রীতিমতো ইতিহাস গড়লেন তারা। শক্তিশালী কাতারের বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ দল। স্বপ্নের ফিনিশিংয়ে হাসি মুখে মাঠ ছাড়ল জামাল ভুঁইয়ার দল।

চারবছর পরে ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশকে হারিয়ে চমক উপহার দিয়েছে বাংলাদেশ। র‌্যাংকিংয়ে কাতার ৯৮তম আর বাংলাদেশ রয়েছে ১৯৪তম স্থানে। সেই দলটিকে এশিয়ান গেমসের ফুটবলে হারিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা গড়ল নতুন এক ইতিহাস।

এবারই প্রথম এশিয়ান গেমসে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে শেষ ১৬-তে উঠল বাংলাদেশ। নক আউট পর্বে খেলার স্বাদ ইতিহাসে এই প্রথম পাচ্ছে তারা। বিস্ময়কর হলেও সত্য ফুটবলের সেরা সময়েও এমন সাফল্যের দেখা পায়নি বাংলাদেশ।

ইন্দোনেশিয়ার জাকার্তার পাকানসারি স্টেডিয়ামে রোববার গ্রুপের শেষ ম্যাচে ইনজুরি সময়ে জামাল ভুঁইয়ার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। সর্তীথ মাসুক মিয়া জনির পাস বল পেয়ে গোল করেন জামাল ভুইয়া।দেশকে উপহার দিলেন মনে রাখার মতো এক জয়। ম্যাচের প্রায় পুরোটা সময় ভাল খেললেও গোলের দেখা মিলছিল না। মনে হচ্ছিল ড্র-ই বুঝি হতে যাচ্ছে। ঠিক তখনই অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে কাতার রক্ষণভাগে বল নিয়ে ঢুকে পড়েন অধিনায়ক জামাল ভুঁইয়া। অসাধারন এক শট পরাস্ত করেন কাতারের গোলকিপারকে।

৩ ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে সেরা ১৬-তে উঠল দল। সর্বোচ্চ ৯ পয়েন্টে নিয়ে পরের রাউন্ডে উঠেছে উজবেকিস্তান।

বাংলাদেশ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছে ০-৩ গোলে হেরে শুরু হয় মিশন। এরপর দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের সঙ্গে ১-১ ড্র করে জামাল ভুঁইয়ার দল।

এর আগে এশিয়ান গেমস ফুটবলে ১৯৮২ সালে মালয়েশিয়াকে হারায় বাংলাদেশ। ১৯৮৬ সালে নেপাল, ২০১৪ সালে আফগানিস্তানকে হারানোর তৃপ্তি পেয়েছিল দল। কিন্তু এবার সেই সাফল্যকেও ছাপিয়ে গেছেন বাংলাদেশের ফুটবলাররা।

এ সম্পর্কিত আরও খবর