করোনাভাইরাসের জন্য এখনো চীনের জন-জীবন পুরোপুরি স্বাভাবিক হয়নি। বিধি-নিষেধের মধ্য দিয়েই চলতে হচ্ছে চীনের নাগরিকদের। কিন্তু এই লকডাউনের মাঝেই চীনের ছয় ফুটবলার ঘটিয়ে বসেছেন এক কাণ্ড। লকডাউনের মধ্যে করেছেন পার্টি। নিজেদের বোকামির জন্য নিষিদ্ধ হয়েছেন ছয় মাসের জন্য। তাদের সবাই অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়।
অনুশীলন ক্যাম্প ছেড়ে ফুটবলারদের বাইরে যাওয়া নিষেধ। কিন্তু কে শুনে কার কথা! মধ্যরাতে কাউকে না জানিয়ে ছয় জন মিলে চলে যান পানশালায়। মদ নিয়ে পার্টি করাই ছিল তাদের উদ্দেশ্য।
কপাল খারাপ হলে যা হয় আর কি! সবাই ধরা খেয়ে যান কর্তৃপক্ষের কাছে। আর যায় কোথায়! লকডাউনের নিয়ম ভাঙ্গায় বেশ বড় শাস্তিই পেলেন সবাই। ছয় জনকেই ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছে চীনা ফুটবল অ্যাসোসিয়েশন। ৩০ নভেম্বর পর্যন্ত নিষিদ্ধ ছয় ফুটবলারকে দর্শক হয়ে মাঠের বাইরেই থাকতে হবে। তবে ফুটবলারদের পরিচয় প্রকাশ করা হয়নি।
ফুটবলারদের শাস্তি এখানেই শেষ নয়। চীনা ফুটবল অ্যাসোসিয়েশন নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে কেবল। নিজ নিজ ক্লাব থেকে আরো শাস্তি অপেক্ষা করছে খেলোয়াড়দের জন্য।
ফুটবলারদের স্বার্থ দেখভালের জন্য কোনো সংস্থা নেই চীনে। সে কারণে ফুটবলাররা এখন তাদের শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবেন কিনা সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না।
৩৫ জন ফুটবলারদের নিয়ে ১৭ মে শুরু হয়েছিল অনুশীলন ক্যাম্প। সাংহাইয়ে তাদের সেই ট্রেনিং শেষ হয় শনিবার।