আইপিএল বাণিজ্যে চীন-ভারত দ্বন্দ্ব নেই!

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-28 14:35:21

সীমান্ত বিরোধ নিয়ে চীন-ভারত একপশলা লড়াই হয়ে গেছে। উভয় পক্ষে সৈন্য হতাহতের রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে। চীনের এই যুদ্ধাংদেহী আচরণ নিয়ে ভারতজুড়ে এখন জোর প্রতিবাদ চলছে। দাবি উঠেছে-বাণিজ্যের বাজার থেকে চীনকে হটাতে। দেশপ্রেমের শ্লোগান তুলে চীনা পণ্য বয়কটের ডাকও দিয়েছেন অনেকে। তবে এই বয়কটের ডাকের সঙ্গে পুরোপুরি একমত হতে পারেননি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কোষাধ্যক্ষ অরুণ ধুমাল। কারণ আর কিছু নয়- কয়েকশ’ কোটি টাকার বিনিময়ে আইপিএলের টাইটেল স্পন্সর যে চীনের ভিভো মোবাইল। আইপিএলের সঙ্গে ভিভোর চুক্তির মেয়াদ পাঁচ বছরের। ২০২২ সালে শেষ হবে এই চুক্তি। টাইটেল স্পন্সর হিসেবে ভিভো প্রতি বছর ভারতীয় ক্রিকেট বোর্ডকে ৪৪০ কোটি রুপি প্রদান করে। স্পন্সর থেকে এই আয় ছোট কোনো অঙ্ক নয়।

এই প্রসঙ্গে বিসিসিআই এর কোষাধ্যক্ষ অরুণ ধুমাল বলছিলেন- ‘চীনের প্রতিষ্ঠান আইপিএলের টাইটেল স্পন্সর হয়েছে, এতে তো সার্বিক অর্থে ভারতের অর্থনীতিই উপকৃত হচ্ছে। এখানে তো স্বার্থটা বেশি ভারতের। কারণ স্পন্সর বাবদ চীনা কোম্পানি থেকে টাকা পাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই অর্থ থেকে বিপুল অঙ্কের কর পাচ্ছে ভারত সরকার। তাহলে লাভটা কার হচ্ছে? নিশ্চয়ই ভারতের।’

অরুণ ধুমাল সবাইকে বাস্তবতা মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন- ‘যখন আমরা আবেগপ্রবণ হয়ে কথা বলি, তখন যুক্তিকে পাশে সরিয়ে দেই। আমাদের বুঝতে হবে আমরা এখানে চীনা প্রতিষ্ঠানকে সমর্থন দিচ্ছি চীনের স্বার্থে নাকি ভারতের স্বার্থে? উত্তরটা হলো অবশ্যই ভারতীয় স্বার্থে। তাহলে এখানে ব্যাপারটাকে অতি অবশ্যই বাস্তবতা দিয়ে বিবেচনা করতে হবে।’

তবে বেশি সমালোচনার মুখে যাতে পড়তে না হয় সেজন্য কিছুটা সামলে নিয়ে অরুণ ধুমালই আবার বলছেন- ‘চীনা পণ্যের ওপর আমাদের নির্ভরতা কমানোর পক্ষেই আছি আমি। কিন্তু যতদিন পর্যন্ত চীনের প্রতিষ্ঠান ভারতে ব্যবসা বাণিজ্য করার অনুমতি পাচ্ছে ততদিন পর্যন্ত তারা আইপিএলের মতো ভারতীয় ব্র্যান্ডকে স্পন্সর করলে আমি তো ক্ষতির কিছুই দেখছি না। তারা যদি আইপিএলকে স্পন্সর না করে তাহলে তো টাকা ফেরত চলে যাবে চীনে। তাতে কি আমাদের উপকার হবে? যদি চীনের টাকা ভারতেই থেকে যায়, তাহলে তো ভারতেরই লাভ। আমরা তো চীনের কোম্পানিকে আমাদের এখানকার কোনো ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের দায়িত্ব দিচ্ছি না। যদি দিতাম তাহলে সেক্ষেত্রে চীনের অর্থনীতি লাভবান হতো।’

এ সম্পর্কিত আরও খবর