বিশ্বসেরাদের একজন তিনি। এখন অবশ্য হিসাবের বাইরেই থাকছেন। গত বছরের অক্টোবর থেকেই নিষিদ্ধ আন্তর্জাতিক ক্রিকেটে। জুয়াড়িদের প্রস্তাব গোপন করতে গিয়েই এক বছরের জন্য নির্বাসিত। এই সুযোগে পরিবারের সঙ্গেই সময়টা বেশি কাটছে। এরমধ্যে করোনাভাইরাস সংক্রমণের পর থেকে স্ত্রী-সন্তানকে নিয়েই আছেন সাকিব আল হাসান।
কিছুদিন আগেই ঘরে এসেছে আরেক রাজকন্যা। দুই মেয়েকে নিয়েই আনন্দে সময় কাটছে এক সময়ের বিশ্বসেরা এই অলরাউন্ডারের।
এরমধ্যে রোববার সাকিবকে আরেকটি বিশ্বসেরার স্বীকৃতি দিলেন তারই স্ত্রী উম্মে আহমেদ শিশির। বিশ্ব বাবা দিবসে সাকিবকে অনন্য স্বীকৃতি দিলেন তিনি। শিশিরের দৃষ্টিতে সাকিব এই পৃথিবীর সেরা বাবা।
ইনস্টাগ্রামে রোববার এক পোস্টে সাকিবকে এ স্বীকৃতির সঙ্গে ব্যাখ্যাও দিলেন শিশির।
দুই কন্যাসহ সাকিবের একটি ছবি পোস্ট করে শিশির লিখলেন, 'এই পৃথিবীর সেরা বাবাকে বাবা দিবসের শুভেচ্ছা। সন্তানদের পুরোটা সময় দিতে তোমার যে প্রাণশক্তি সেটি অবিশ্বাস্য। দুই কন্যাকে দেখাশোনা করে তোমার রাত জেগে খাওয়ানো আর খেলাধুলা ও পড়ানোয় চেষ্টা সত্যিই অসম্ভব ব্যাপার। এছাড়া সব চাপ থেকে মুক্ত রাখতে সময় দাও। আমাকেও সময় দাও। তোমার প্রশংসা করতে গিয়ে শব্দ খুঁজে পাই না আমি!'
সাকিব পুরো পরিবার নিয়ে আছেন যুক্তরাষ্ট্রে। করোনার এই দুঃসময়ে বেশ আছেন দুই কন্যা আর স্ত্রীকে নিয়ে!