খবর মিথ্যে, প্রতিবাদ জানাল সৌরভের পরিবার

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-19 22:26:42

আগের দিন খবর বেরিয়েছে করোনা হানা দিয়েছে সৌরভ গাঙ্গুলির পরিবারেও। এনিয়ে প্রতিবেদনও প্রকাশ পেয়েছে গণমাধ্যমে। বলা হচ্ছিল সৌরভের বড় ভাই স্নেহাশিস করোনায় আক্রান্ত! তার পরিবারের আরও কয়েকজনের কোভিড-১৯ পজিটিভ বলা হচ্ছিল।

খবরটা এক সময় সৌরভ-স্নেহাশিসের কানেও আসে। শুরুতে চুপ থাকলেও এরপরই মুখ খুললেন। সাবেক অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রধান সৌরভ সরাসরিই জানালেন- খবরটির ভিত্তি নেই। বিবৃতি দেন স্নেহাশিসও! তারও এক কথা, এটি ভুয়া খবর।

ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সচিব স্নেহাশিস স্পষ্ট জানান, ‘দেখুন, আমি সুস্থ! নিয়মিত অফিসও করছি। আমার শরীর খারাপ নিয়ে যে খবর ছড়িয়েছে, তা এই কঠিন সময়ে কোনােভাবেই কাম্য ছিল না। আশা করছি- আমার বিবৃতির পর এটা বন্ধ হবে।’

একইসঙ্গে ভারতীয় গণমাধ্যমে সৌরভ জানান, ‘এই খবরের কোনােও ভিত্তি নেই। আমার দাদা পুরোপুরি সুস্থ। সিএবিতে মিটিংও করেছে ও।’

তবে এটা ঠিক স্নেহাশিসের স্ত্রী করোনাভাইরাস পজিটিভ। যিনি আপাতত শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।স্নেহাশিসের শ্বশুর ও শাশুড়ি আর তাদের বাড়ির এক কাজের লোক করোনা আক্রান্ত হয়েছেন। তবে লকডাউন ঘোষণার পর থেকে স্নেহাশিস তাদের বেহালার বাড়িতেই থাকছেন। শ্বশুর বাড়ি যাননি!

এ সম্পর্কিত আরও খবর