লন্ডন ডার্বি জয়ের লক্ষ্য নিয়েই ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠ সফরে গিয়েছিল চেলসি। কিন্তু নাহ! লক্ষ্যটা তাদের পূরণ হয়নি। উইলিয়ানের জোড়া গোলের নৈপুণ্য দেখানোর পরও ২-৩ ব্যবধানের হারের জ্বালা নিয়েই ফিরেছে কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল।
ম্যাচ হারলেও প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার চতুর্থ স্থান ঠিকই দখলে রেখেছে দ্য ব্লুজ শিবির। আর নাটকীয় জয়ে অবনমন অঞ্চল এড়িয়ে যাওয়ার আশা বাড়িয়ে নিয়েছে স্বাগতিক ওয়েস্ট হ্যাম।
৪২ মিনিটে পেনাল্টি থেকে অতিথি চেলসিকে এগিয়ে দেন উইলিয়ান। প্রথমার্ধের ইনজুরি টাইমে টমাস সোউসেকের গোলে সমতায় ফেরে ওয়েস্ট হ্যাম। বিরতির পরপরই ওয়েস্ট হ্যামকে এবার এগিয়ে দেন মিকাইল অ্যান্তোনিও।
৭২ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করে ফের সমতা নিয়ে আসেন উইলিয়ান। ম্যাচ শেষের এক মিনিট আগে নাটকীয়ভাবে জয়সূচক গোল করে ওয়েস্ট হ্যামকে উচ্ছ্বাসে ভাসিয়ে দেন আন্দ্রি ইয়ারমোলেনকো।
৩২ ম্যাচ শেষে চেলসির পুঁজি ৫৪ পয়েন্ট। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে উঠে গেছে ওয়েস্ট হ্যাম।