সেপ্টেম্বরে শ্রীলঙ্কা যাবে বিসিবি এইচপি দল!

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 00:25:17

করোনা সংক্রমণের কারণে এখনো বাংলাদেশে মাঠের বাইরেই আছে ক্রিকেট। গত মার্চের মাঝামাঝি সময় থেকে থমকে আছে দেশের ক্রীড়াঙ্গন। করোনা পরিস্থিতির উন্নতি না হলেও অনেক কিছুই স্বাভাবিক করার চেষ্টা চলছে। যদিও এখনো নিশ্চিত নয় কবে ফিরবে ঘরোয়া ক্রিকেট। এরমধ্যে ইঙ্গিত মিলল সব ঠিক থাকলে সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরে যাবে বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) স্কোয়াড।

করোনার কারণেই শ্রীলঙ্কা সফর বাতিল হয়েছে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমদের। এ অবস্থায় হাই পারফরম্যান্স (এইচপি) স্কোয়াডকে শ্রীলঙ্কায় পাঠাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী সেপ্টেম্বরে হতে পারে এই সফর।

জাতীয় দলের আগে এইচপি দলকে শ্রীলঙ্কায় পাঠাতে চায় বিসিবি। এনিয়ে দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছে। সব ঠিক থাকলে এইচপি দল যাবে হাম্বানতোতা। আইসোলেশন শেষে ট্রেনিং মাঠের লড়াইয়ে নামবে তারা।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এনিয়ে গণমাধ্যমে জানাচ্ছিলেন, ‘এইচপি দলকে শ্রীলঙ্কা পাঠানোর আলোচনা চলছে। শ্রীলঙ্কা রাজি হলে দল পাঠাতে পারবো আমরা। স্কোয়াড তৈরি করেছি। এনিয়ে সামনে চূড়ান্ত ঘোষণা আসতে পারে।’

একইসঙ্গে জাতীয় দলের স্থগিত হওয়া সফর নিয়েও কথা চলছে দুই বোর্ডের। সামনে অক্টোবর-নভেম্বরে তিন টেস্টের সিরিজ খেলতে শ্রীলঙ্কা যেতে পারেন মুমিনুল হকরা।

এ সম্পর্কিত আরও খবর