প্রাইভেট জেটে সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-07-28 11:00:31

প্রস্তুতি নিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। সিদ্ধান্তও পাকা। সামনের সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এই সফর। তিনটি ওয়ানডে এবং সমান সংখ্যাক টি-টোয়েন্টির এই সিরিজে খেলার জন্য যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নিয়েই যাচ্ছে অস্ট্রেলিয়া। পুরো দল ভাড়া করা প্রাইভেট জেটে করে ইংল্যান্ডে নামবে।

খেলা হবে ইংল্যান্ডের দুটো ভেন্যুতে। সাউদাম্পটন এবং ম্যানচেস্টারে। এই দুটো ক্রিকেট ভেন্যুকে ইংল্যান্ড বায়ো-নিরাপদ ভেন্যু হিসেবে ঘোষণা দিয়েছে। এই সফরের জন্য অস্ট্রেলিয়া ২৬ সদস্যেও প্রাথমিক একটা দলও ঘোষণা করেছে। ক্যাম্পে প্রস্তুতির পর সেখান থেকে চূড়ান্ত দল নির্ধারণ করা হবে।

টি-টোয়েন্টি সিরিজ দিয়ে সফর শুরু হবে। ৪, ৬ ও ৮ সেপ্টেম্বর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১০, ১২ ও ১৫ সেপ্টেম্বরের সূচি রাখা হয়েছে ওয়ানডে সিরিজের জন্য।

ক্রিকেট অস্ট্রেলিয়া জাতীয় দলের প্রধান কর্মকর্তা বেন অলিভার জানান-‘এই সফরে যথাযথ স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা অনুসরন করা হবে। করোনাভাইরাস মহামারির দুযোর্গকালে ইংল্যান্ড যে বিধি-বিধান রেখেছে তা পূর্ণাঙ্গরুপে পালন করা হবে।’

এ সম্পর্কিত আরও খবর