করোনা আতঙ্কে ফেসবুক, গুগলসহ যেসব প্রযুক্তি সম্মেলন বাতিল হয়েছে

আইসিটি সংবাদ, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 02:54:12

করোনাভাইরাস আতঙ্কে ইতোমধ্যে বেশকিছু প্রযুক্তি বিষয়ক বড় বড় সম্মেলন বাতিল করা হয়েছে। এরমধ্যে অন্যতম প্রধান প্রযুক্তি সম্মেলন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (২০২০) বাতিল করেছে। এবার মাইক্রোসফট, গুগলসহ আরও অনেক প্রযুক্তি বিষয়ক করোনা আতঙ্কে সম্মেলন বাতিল করেছে।

পর্যায়ক্রমে সোশ্যাল টেক জায়ান্ট ফেসবুকের এফ৮ সম্মেলন বাতিল করে। যদিও গুগল বলেছে  তাদের সম্মেলন নির্ধারিত তারিখেই হবে কিন্তু এখন তারাও বাতিল করেছে। বাতিল হওয়া বেশকিছু সম্মেলনই এখন অনলাইনে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: করোনা প্রতিরোধে আমাজনের সময়োপযোগী সিদ্ধান্ত

করোনাভাইরাস আতঙ্কে এবছরে যেসকল সম্মেলন বাতিল করা হয়েছে:

১. মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ‘এমডব্লিউসি ২০২০’ (২৪-২৭ ফেব্রুয়ারি) বার্সেলোনা
২. গুগল ক্লাউড নেক্সট (৬-৮ এপ্রিল) সানফ্রান্সিসকো। অনলাইন ইভেন্ট হবে।
৩. ফেসবুক এফ৮ (৬-৮ মে) সান জোস, ক্যালিফোর্নিয়া
৪. মাইক্রোসফট এমভিপি গ্লোবাল সামিট (১৫-২০ মার্চ) ওয়াশিংটন। অনলাইন ইভেন্ট হবে।
৫. গুগল নিউজ সামিট (এপ্রিলের শেষে) সানিভ্যালি, ক্যালিফোর্নিয়া
৬. ফেসবুক গ্লোবাল মার্কেটিং সামিট (৯-১২ মার্চ) সানফ্রান্সিসকো
৭. অ্যাডোবি সামিট (২৯ মার্চ-২ এপ্রিল) লাস ভেগাস। অনলাইন ইভেন্ট হবে।
৮. নিভিদিয়া জিটিসি-জিপিইউ টেকনোলোজি কনফারেন্স (২২-২৬ মার্স) মেলবোর্ন। অনলাইন ইভেন্ট হবে।
৯. সিসকো লাইভ মেলবোর্ন (৩-৬ মার্চ) মেলবোর্ন
১০. সেলসফোর্স ওয়ার্ল্ড টুর সিডনি (৪ মার্চ) সিডনি। অনলাইন ইভেন্ট হবে।
১১. শপিফাই ইউনিট ২০২০ ডেভেলপারস কনফারেন্স (৬-৮ মে) টরোন্টো। অনলাইন ইভেন্ট হবে।
১২. ডোমোপালোযা (১৮-১৯ মার্চ) সল্ট লেক সিটি, ইউটা। অনলাইন ইভেন্ট হবে।
১৩. শাওমি রেডমি নোট৯ সিরিজ ইভেন্ট

আরও পড়ুন: করোনাভাইরাস আতঙ্কে ফেসবুকের বার্ষিক ডেভেলপার সম্মেলন বাতিল

সিএনএন প্রকাশিত সর্বশেষ খবর অনুযায়ী, চীনে মহামারী রূপ নেওয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত বিশ্বব্যাপী মারা গেছে ৩,১০০ জন এবং আক্রান্তের পরিমাণ ৯০ হাজার। এখন পর্যন্ত  বিশ্বের ৭৫ টি দেশে ভাইরাসে আক্রান্ত রোগীকে চিহ্নিত করা গেছে। করোনাভাইরাস আতঙ্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি অবস্থা জারি করেছে।

আরও পড়ুন: করোনাভাইরাস ঠেকাতে রোবট গাড়ি ব্যবহার

এ সম্পর্কিত আরও খবর