শূন্য হাতেই ফেরার অপেক্ষায় বাংলাদেশ!



আপন তারিক, সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
এশিয়ান গেমসের বাংলাদেশ দল

এশিয়ান গেমসের বাংলাদেশ দল

  • Font increase
  • Font Decrease

এবার খালি হাতেই এশিয়ান গেমস থেকে ফিরতে হচ্ছে বাংলাদেশ দলকে। জাকার্তা-পালেমবাং গেমসে নেই কোন সুখবর। গতবার এশিয়ার অলিম্পিক থেকে দুটো পদক পেয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। একটি ক্রিকেট, অন্যটি কাবাডি থেকে। এবার ক্রিকেট নেই। আর পুরুষ-নারী কাবাডির দুই দলই ব্যর্থ।

একইভাবে আশার প্রদীপ হয়ে জ্বলতে থাকা শুটিং ও আর্চারি থেকেও নেই কোন ভাল খবর।

ফুটবল, হকি, সাঁতার, অ্যাথলেটিক্স, ভারোত্তোলন, রেসলিং, বাস্কেটবল, ব্রিজ, গলফ, বিচ ভলিবল, রোয়িংয়েও পদক জেতা হচ্ছে না। ১১৭ জন অ্যাথলিটের বাংলাদেশ দল পদক ছাড়াই হয়তো দেশে ফিরছে এবার।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/25/1535183306463.jpg

সবচেয়ে বেশি হতাশ করেছেন দেশের শ্যুটাররা। কমনওয়েলথ গেমসে দুটি রৌপ্য জিতে আশাবাদী করে তুলেছিলেন যারা, সেই তারকারাই যারপরনাই ব্যর্থ। পালেমবাং জাকাবারিং শ্যুটিং রেঞ্জে হতাশ করেছেন দেশসেরা শ্যুটাররা। কমনওয়েলথে পদক জেতা আব্দুল্লাহেল বাকী ১০ মিটার এয়ার রাইফেলে ৪৪ জনের মধ্যে ১৯তম। শাকিল আহমেদ ৪০ জনের মধ্যে ২২তম।

দুঃখজনক হলেও সত্য, ৫০ মিটার এয়ার রাইফেল থ্রি পজিশনে কোয়ালিফাই করতে পারেননি কেউ। একইভাবে ব্যর্থ মেয়েরাও। ১০ মিটার এয়ার রাইফেলে উম্মে জাকিয়া সুলতানা ৬১২.৬ স্কোরে ২৫তম অার শারমিন আক্তার রত্না ৬০৯.৭ স্কোরে নিয়ে ৩৪তম। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে শারমিন শিল্পা ৩৪ জনের মধ্যে আছেন সবশেষ অবস্থানে।

৫০ মিটার ফ্রি পিস্তলে শাকিল আহমেদ কমনওয়েলথ গেমসে রুপা জিতেন। জার্কাতা গেমসে এই ইভেন্ট না থাকায় অংশ নেন ১০ মিটার এয়ার পিস্তলে। এখানে ২২তম হন তিনি।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/25/1535183394320.jpg

একইভাবে ব্যর্থ হয়েছেন মাবিয়া আক্তার। দেশসেরা এই ভারোত্তোলক শুক্রবার ১৭৮ কেজি ওজন তুলে ৬জনের মধ্যে হয়েছেন ষষ্ঠ। নিজের সেরাটা দিতে পারেন নি তিনি।

ব্যর্থ দেশের সাতারুরাও। মাহফিজুর রহমান সাগর ও খাদিজা আক্তার হতাশা পুঁড়িয়েছেন। বাছাই পর্বের বৈতরনী পার হতে পারেন নি কেউ। নারীদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে খাদিজা আক্তার ২ নম্বর হিটে অষ্টম হয়েছেন। ৩০ সাঁতারুর মধ্যে তিনি হয়েছেন ২৭তম। ছেলেদের ১০০ মিটার ফ্রিস্টাইলের হিটে মাহফিজুর রহমান সাগর ৪৭ জনের মধ্যে ৩৫তম।

তবে পদক না জিতলেও আশার আলো দেখিয়েছে ফুটবল আর হকি। হকিতে প্রথম ম্যাচে ২-১ গোলে ওমানকে ও দ্বিতীয় ম্যাচে ৬-১ গোলে কাজাখস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। তবে এরপরই ০-৭ গোলে মালয়েশিয়ার কাছে হার মানে দল।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/25/1535183422469.jpg

তবে মনে রাখার মতো ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ দল। এবারই প্রথম দল উঠে এশিয়ান গেমসের নকআউট পর্বে। বিশ্বকাপ আয়োজক কাতারের বিপক্ষে জয়টা স্মরণীয় হয়ে আছে। তবে দ্বিতীয় রাউন্ডে উত্তর কোরিয়ার কাছে ১-৩ গোলে হেরে থামে জামাল ভুঁইয়াদের রূপকথা। তবে সুন্দর আগামী প্রতিশ্রুতি নিয়েই দেশে ফিরছেন ফুটবলাররা।

   

সাফের আগে তাইপের বিপক্ষে খেলবেন সাবিনারা



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

নারী সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। গত আসরে সাবিনা খাতুনের নেতৃত্ব হিমালয়ের দেশ নেপালে বিজয় নিশান ওড়ান বাংলাদেশের মেয়েরা। এবার ঘরের মাঠে সে শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে মাঠে নামবেন তারা। দিনক্ষণ নিশ্চিত না হলেও আগামী অক্টোবরে হতে পারে নারী সাফ। তার আগে চাইনিজ তাইপের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

তাইপের বিপক্ষে দুই ম্যাচ খেলার কথা নিশ্চিত করেছেন বাফুফের নারী ফুটবল কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণ, ‘জুন উইন্ডোতে আমরা চাইনিজ তাইপের সঙ্গে খেলবো। প্রথম ম্যাচ ৩১ মে এবং দ্বিতীয় ম্যাচ ৩ জুন। তারা অফিশিয়ালভাবে চিঠি দিয়ে আমাদের নিশ্চিত করেছে।’ ম্যাচ দুটি বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে।

এছাড়া জুলাইয়ের ফিফা উইন্ডোতেও মেয়েদের ম্যাচ আয়োজনে চেষ্টা চলছে বলে জানান এই নারী ক্রীড়া সংগঠক, ‘জুলাইয়ের ফিফা উইন্ডোতেও আমরা ম্যাচ খেলার চেষ্টা করবো।’

চাইনিজ তাইপের ম্যাচগুলো খেলে বাংলাদেশের মেয়েরা সাফের আগে নিজেদের প্রস্তুত করতে পারবেন বলে মত কিরণের, ‘চাইনিজ তাইপে শক্তিশালী দল। তাদের বিপক্ষে বাংলাদেশ যখন ম্যাচগুলো খেলবে তারা তাদের সমস্যাগুলো চিহ্নিত করতে পারবে। সাফের আগে এটা অনেক বেশি কাজে দেবে বলে আমি মনে করি।’

;

দিল্লিতে মার্শের বদলি আফগান অলরাউন্ডার



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

হ্যামস্ট্রিংয়ের চোটে আইপিএল শেষ হয়ে গেছে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক মিচেল মার্শের। তার বদলি হিসেবে আফগানিস্তানের অলরাউন্ডার গুলবাদিন নাইবকে বেছে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

নাইব আফগানিস্তানের অন্যতম অভিজ্ঞ অলরাউন্ডার। এখন পর্যন্ত ৮২ ওয়ানডে এবং ৬২ টি-টোয়েন্টিতে আফগানদের প্রতিনিধিত্ব করেছেন। জাতীয় দলের অধিনায়কত্ব করারও অভিজ্ঞতা রয়েছে তার। ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যে তাকে দলে ভিড়িয়েছে দিল্লি।

গত জানুয়ারিতে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফর্ম করেন নাইব। বেঙ্গালুরু এবং ইন্দোরে অনুষ্ঠিত ম্যাচ দুটিতে পঞ্চাশোর্ধ্ব রানের দুটি ইনিংস খেলেন এই অলরাউন্ডার।

আইপিএলের চলতি আসরে শুরুটা ভালো না হলেও ধীরে ধীরে ফর্ম ফেরার ইঙ্গিত দিচ্ছে দিল্লি। ৯ ম্যাচ থেকে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয়ে উঠে এসেছে তারা।

;

১৬ বছর পর অনুশীলনে ফিরে রোমারিওর জোড়া গোল



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

৫৮ বছর বয়সে পেশাদার ফুটবলে ফেরার ঘোষণা দেয়ার পর প্রথম অনুশীলন করলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোমারিও। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) তার চেয়ে অনেক কমবয়সী খেলোয়াড়দের সঙ্গে পাল্লা দিয়ে অনুশীলন করে জোড়া গোলও করেছেন ১৯৯৪ বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

বুটজোড়া তুলে রাখার পর রাজনীতিতে যোগ দেন রোমারিও। রিও ডে জেনেইরোর ক্লাব আমেরিকার সভাপতির পদও সামলান। এবার সেই ক্লাবের হয়েই ফের পেশাদার ফুটবলে মাঠে নামবেন তিনি। এর পেছনে মূল উদ্দেশ্য, ছেলে রোমারিনিওর সঙ্গে খেলা।

অনুশীলনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রোমারিও বলেন, ‘আসল উদ্দেশ্য হচ্ছে আমার ছেলের সঙ্গে একই দলে খেলা। অনেক অ্যাথলেটদেরই এমন ইচ্ছে থাকে। যেমন লেব্রন জেমস আগামী বছর এনবিএ’তে তার ছেলের সঙ্গে খেলতে চায়। রিভালদোরও এই সুযোগ হয়েছিল। আমি তেমনটা করতে চাই।’

ফুটবল পায়ে কারিকুরি দেখানোর জন্য তো জগৎজোড়া খ্যাতি ছিলই রোমারিওর। এর বাইরে ঠোঁটকাটা স্বভাবের জন্যও তার পরিচিত আছে। তার শব্দবাণ থেকে নিস্তার ছিল না পেলে, জিকো, মারিও জাগালোদের। তবে এবার রোমারিও নিজেকেই নিশানা বানিয়ে বললেন, ‘আমি অনেক ক্লান্ত। আমাকে উঠানোর জন্য জলদিই স্ট্রেচার লাগবে। ১৬ বছর ধরে অনুশীলন করিনি, আজ একটু দৌড়েছি।’ তবে অতটুকুর মধ্যেই নিজের জাত চিনিয়ে দুইবার পেয়েছেন জালের দেখা।

আগামী ১৮ মে মৌসুমের প্রথম লিগ ম্যাচ খেলবে রোমারিওর ক্লাব আমেরিকা। সব ম্যাচ যে তার খেলা হবে না তা আগেই জানিয়ে দিয়েছেন রোমারিও, ‘আমি পুরো টুর্নামেন্ট খেলব না। কিছু ম্যাচে কয়েক মিনিট খেলব।’

;

ছয় ম্যাচ পর জয়ে ঘুম ভালো হওয়ার স্বস্তি ডু প্লেসির



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হারের বৃত্তে আটকে গিয়েছিল। গত ২৫ মার্চ পাঞ্জাব কিংসকে হারানোর পর টানা ছয় ম্যাচ হেরে বসেছিল তারা। ঠিক এক মাস পর আবারও জয়ের দেখা পেয়েছে বেঙ্গালুরু। উড়তে থাকা সানরাইজার্স হায়দরাবাদকে ৩৫ রানে হারিয়েছে দলটি। দীর্ঘ সময় পর জয় পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বেঙ্গালুরু অধিনায়ক ফাফ ডু প্লেসি।

ম্যাচের পর পুরস্কার বিতরণীতে ডু প্লেসি কণ্ঠে ঝরেছে স্বস্তি, ‘বড় স্বস্তি পেলাম। আপনি যে অবস্থানেই থাকেন না কেন, জয় না পেলে তা আপনার মানসিকতায়, আত্মবিশ্বাসে প্রভাব ফেলে। আজকে (গতকাল) রাতে একটু ভালো ঘুম হবে।’

চলতি মৌসুমে এখন পর্যন্ত বেঙ্গালুরুর গল্পটা তীরে এসে তরী ডোবার। হায়দরাবাদের বিপক্ষে আগের ম্যাচটাইতেই যেমন ২৮৮ রান তাড়া করতে গিয়ে ২৫ রান দূরে থামতে হয় তাদের। কলকাতার বিপক্ষে হারটা তো আরও হৃদয়বিদারক, ২২৩ রান তাড়া করতে নেমে ১ রানের আক্ষেপে পুড়তে হয়েছিল কোহলিদের।

অবশেষে হায়দরাবাদের বিপক্ষে বেঙ্গালুরু কাঙ্ক্ষিত সে জয়ের দেখা। এই জয়ের পর দলের আত্মবিশ্বাস অনেক বাড়বে বলে মনে করেন ডু প্লেসি, ‘আপনি শুধু কথা দিয়ে কাউকে আত্মবিশ্বাসী করে তুলে পারবে না, ভুয়া আত্মবিশ্বাসও তৈরি করা সম্ভব না। শুধুমাত্র পারফরম্যান্সের মাধ্যমেই আত্মবিশ্বাস পাওয়া যায়।’

এই জয়ের পর অবশ্য পয়েন্ট টেবিলে বেঙ্গালুরুর অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ১০ দলের লিগে এখনো তলানিতেই তাদের অবস্থান। নামের পাশে যদিও পয়েন্ট দুই থেকে বেড়ে চার হয়েছে।

;