রাজধানীতে পাকিস্তানি-ভারতীয় কাপড়ে আগ্রহ ক্রেতাদের



সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
জমে উঠেছে রাজধানীর বিপণী বিতানগুলো, ছবি: সৈয়দ মেহেদী হাসান

জমে উঠেছে রাজধানীর বিপণী বিতানগুলো, ছবি: সৈয়দ মেহেদী হাসান

  • Font increase
  • Font Decrease

ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জমে উঠছে রাজধানীর বিপণী বিতানগুলো। শিশু,বৃদ্ধ-বৃদ্ধা সবাই ছুটছেন এক মার্কেট থেকে আরেক মার্কেটে। মার্কেটের পাশাপাশি ফুটপাতেও সমানতালে চলছে বেচাবিক্রি। বরাবরের মতো দাম নিয়ে পরস্পরবিরোধী মন্তব্য করেছেন ক্রেতা-বিক্রেতারা।

তবে বিক্রেতারা বলছেন, অন্যান্যবার দেশীয় কাপড়ে চাহিদা থাকলেও এবার তা দখল করে নিয়েছে পাকিস্তানি ও ভারতীয় কাপড়। শনিবার (২৫ মে) নয়াপল্টনের সিটি হার্ট শপিং কমপ্লেক্স, পলওয়েল এবং মৌচাকের মৌচাক এবং ফরচুন মার্কেট ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/May/25/1558785444658.jpgদুপুরে সিটি হার্ট শপিং কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, থ্রি পিস ও শাড়ি দোকানের পাশাপাশি বাচ্চাদের কাপড় এবং জুতার দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি অন্যান্য দিনের চেয়ে বেশি। কাপড়ের দোকানে ছেলে মেয়েকে নিয়ে এসেছেন লাইক আহমেদ।

কুষ্টিয়ার এ বাসিন্দা ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি করেন। তিনি বার্তা২৪.কম-কে বলেন, সাড়ে ১১টার দিকে শপিং করতে এসেছি। এবার হালকা দামের একটি থ্রি পিস ও একটি শাড়ি কিনেছি। ছেলের জন্য শার্ট ও প্যান্ট আর নিজের জন্য টি-শার্ট কিনেছি।

তিনি বলেন, এবারের ঈদে বাজেট পনেরো হাজার টাকা। এই টাকায় অনেক কিছু কিনতে হবে। তাই যাচাই-বাছাই করে একটু কম দাম পেলেই কিনছি। কিন্তু এবার জামা কাপড়ের দাম অনেক বেশি। আরেক ক্রেতা সাদিয়া জামানও পরিবার নিয়ে এসেছেন ঈদবাজার করতে। তিনিও জানালেন, কাপড়ের বাড়তি দামের কথা।

তাদের সঙ্গে কথা শেষে কয়েক পা ফেলতেই দেখা গেল বুটিক কাপড়ের দোকান ‘মমতা’। সেখানেও উপচে পড়া ভিড় ক্রেতাদের। ওই বুটিকের দোকান মালিক মো. মামুন বার্তা২৪.কম-কে বলেন, ‘লোকজন আসছে, বেচা-কেনাও ভালো হচ্ছে। তবে গতবারের মত নয়।’ 

তিনি বলেন, আমার দোকানে ১৫ বছরের বেশি মেয়েদের কাপড় রয়েছে। সর্বনিন্ম এক হাজার ১০০ টাকা থেকে ২২ হাজার টাকা পর্যন্ত কাপড় রয়েছে।তার পাশের দোকান ইকরা এন্টারপ্রাইজের মালিক মাহবুল আলম। ঈদের বেচাবিক্রি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এবার বেচা-কেনা খারাপ হচ্ছে না। তবে প্রত্যাশা অনুসারে হচ্ছে না। এবার পাকিস্তানি আর ভারতীয় কাপড়েই বেশি আগ্রহ ক্রেতাদের। বিক্রিও হচ্ছে বেশি।’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/May/25/1558785587927.jpgসেন্টাল টার্চ নামের অপর এক দোকানের মালিক মো. শাহদাত হোসাইন বলেন, কাস্টমার আসছেন, দেখছেন, কেনা-বেচাও হচ্ছে। তবে বড়দের চেয়ে এবার বাচ্চাদের কাপড় বিক্রি বেশি হচ্ছে। একই কথা জানালেন, কচি এন্টারপ্রাইজের মালিক এলমানও। তিনি বলেন, বেচা-কেনা ভালই হচ্ছে। তার দোকানে ছেলেদের সবধরনের জিন্স প্যান্ট ও টি-শার্ট রয়েছে। দামও কম।

তবে পলওয়েল মাকের্টের পাঞ্জাবী, টি-শার্ট ও শার্টের দোকান ফারাবী ট্রেডাসের মালিকের দাবি তাদের ব্যবসা নেই। তিনি বলেন, ওভার অল ব্যবসা খারাপ হওয়ার কেনা বেচাও কম। তাছাড়া আগামী সপ্তাহ পরই ৯দিনের ছুটি। সবাই গ্রামের বাড়ি চলে যাবে। আশা ছিল এখনি কেনা-বেচা হবে কিন্তু কাস্টমার নেই।  

মেন্স ক্লাব জুতার দোকানদার জাহাঙ্গীর আলম বার্তা২৪.কম-কে বলেন, শুক্রবার সন্ধ্যার পর কিছু কেনা বেচা হয়েছিল। কিন্তু শনিবার (২৫ মে) সকাল সাড়ে ৯টায় দোকান খুলেছি এখন পর্যন্ত কেবল একজোড়া জুতা বিক্রি হয়েছে। এখন সময় দুপুর দেড়টা। মার্কেট ঘুরে দেখা যায়, এবার ছোটদের কাপড়ের দোকানেই ভিড় বেশি।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/May/25/1558785483481.jpgতানজিনা এন্টারপ্রাইজ, সোনিয়ার বস্ত্র বিতানসহ বাচ্চাদের কাপড়ের দোকানগুলোতেই ভিড় ক্রেতাদের। একই অবস্থা ফরচুন ও মৌচাক মার্কেটেও। বাড়তি দাম নিয়ে ক্রেতাদের অভিযোগ বিষয়ে অধিকাংশ দোকানদার বলেন, তারা এবার তুলনামূলক কম লাভেই বিক্রি করছেন পণ্য। দামও ক্রেতাদের হাতের নাগালেই রয়েছে।

   

র‍্যাব-৩'র নতুন অধিনায়ক ফিরোজ, নিজ বাহিনীতে ফেরত যাচ্ছেন আরিফ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

এলিট ফোর্স র‍্যাব-৩'র নতুন অধিনায়ক (সিও) হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে. কর্নেল মো. ফিরোজ কবীর। তিনি লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন।

রোববার (২৮ এপ্রিল) ফিরোজ তার দায়িত্ব বুঝে নিবেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) র‍্যাব সদরদফতরের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

র‍্যাব সূত্রে জানা গেছে, লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ নিজ বাহিনীতে (সেনাবাহিনী) ফেরত যাচ্ছেন। তিনি র‍্যাব-৩ এর অধিনায়ক হিসেবে দুবছরের বেশি সময় দায়িত্ব পালন করেছেন। মেধাবী ও সৎ অফিসার হিসেবে পরিচিত এই সেনা কর্মকর্তা ঢাকা মেডিকেলসহ বিভিন্ন সরকারি হাসপাতালে দালাল বিরোধী অভিযান, মাদক-অস্ত্র উদ্ধার, খাদ্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে ব্যাপক অভিযান চালান। যা ব্যাপক প্রশংসিত হয়।

এদিকে র‍্যাব-৩ এর অধিনায়কের দায়িত্ব পাওয়া ফিরোজ কবীর সর্বশেষ র‍্যাব-৬'এর দায়িত্বে ছিলেন। সম্প্রতি তাকে বদলি করে র‍্যাব সদরদফতরে আনা হয়। গত মে মাসে তিনি র‍্যাব-৬'র অধিনায়কের দায়িত্ব পান। ভালো কাজের স্বীকৃতি হিসেবে চলতি বছর পুলিশ সপ্তাহে তিনি বাংলাদেশ পুলিশ পদক- বিপিএম পান।

অন্যদিকে ১৮ এপ্রিল র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনকে নিজ বাহিনীতে ফেরত পাঠানো হয়। তার জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন কমান্ডার আরাফাত ইসলাম। গত বুধবার আরাফাত তার বুঝে নেন। আর র‍্যাব-১৩'র অধিনায়কের দায়িত্ব পেয়েছেন কমান্ডার কামরুল হাসান।

রাজধানীর ব্যাংক পাড়া খ্যাত মতিঝিল, মুগদা, শাহ্জাহানপুর, পল্টন, খিলগাঁও, সবুজবাগ, রামপুরা, হাতিরঝিল, শাহবাগ ও রমনা থানা মিলে র‍্যাব-৩ এর আওতাধীন এলাকা। 

;

লামায় অস্ত্র দেখিয়ে চাঁদা আদায়কালে পাহাড়ি সন্ত্রাসী আটক



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বান্দারবান
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বান্দরবানের লামা উপজেলায় অস্ত্র দেখিয়ে চাঁদা আদায়কালে বন্দুকসহশ জুয়েল ত্রিপুরা (২৮) নামের এক পাহাড়ি সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী।

শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি নাইক্ষ্যংমুখ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক জুয়েল ত্রিপুরা(২৮) হলেন অনজাহা ত্রিপুরার ছেলে । সে লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের লুলাইং এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, আজ দুপুরে জুয়েল ত্রিপুরা সহ আরও দুই জন সংঘবদ্ধ হয়ে লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের দুর্গম নাইক্ষংমুখ এলাকায় বন্দুকের ভয় দেখিয়ে স্থানীয়দের কাছ থেকে চাঁদা আদায় করছিল। সেই সময় স্থানীয় ব্যবসায়ীরা সেনাবাহিনীর টহল দল দেখতে পেয়ে বিষয়টি অবহিত করে। এ সময় সেনাবাহিনীর একটি টহল দল হাতেনাতে জুয়েল ত্রিপুরা কে আটক করে পুলিশকে সোপর্দ করেন। এর আগে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অন্য দুই জন পালিয়ে যায়।

এই বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ বলেন, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রক্রিয়াধীন রয়েছে।

;

নরসিংদীতে অতি গরমে প্রবাসীর শিশুর মৃত্যু



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নরসিংদী
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চল চাঁনপুরে অতি গরমে এক প্রবাসীর দেড় বছরের এক শিশু মারা গেছে। 

শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার চাঁনপুর ইউনিয়নের সওদাগর কান্দি এলাকায় এই ঘটনাটি ঘটে।

স্থানীয় চাঁনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মোমেন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশুর নাম ইয়াসিন। সে রায়পুরা উপজেলার সওদাগর কান্দি এলাকার প্রবাসী এনামুল হকের ছেলে।

নিহত ইয়াছিনের নানা বাচ্চু মিয়া সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) নাতীসহ মেয়ে নরসিংদী শহরের বাসাইলস্থ ভাড়া বাসা থেকে আমাদের গ্রামের বাড়ি সওদাগর কান্দিতে নিয়ে আসি। আর আজই আমার নাতিটা মারা গেলো। 

তিনি আরও জানান, দুপুর সোয়া ২টার দিকে ইয়াসিন তার মায়ের সাথে দুপুরের খাবার খাওয়ার সময় অতিরিক্ত গরমে মাটিতে শুয়ে পড়ে। পরে তাকে সওদাগর কান্দি ইউনিয়ন পরিবার পরিকল্পনা বিভাগের সাব সেন্টারের নিয়ে গেলে দায়িত্বরত ফার্মাসিস্ট মিজানুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় মিজানুর রহমান জানান, শিশু ইয়াছিনকে তার কাছে আনার আগেই মারা গেছে। যারা নিয়ে এসেছে তাদের ভাষ্যমতে অতি গরমে শিশুটির মৃত্যু হয়েছে। 

 

 

 

;

শাহ আমানত বিমানবন্দরে বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
শাহ আমানত বিমানবন্দরে বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

শাহ আমানত বিমানবন্দরে বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরব আমিরাতের ৯০ হাজার দিরহামসহ শারজাহগামী এক যাত্রীকে আটক করেছে এনএসআই ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। উদ্ধার মুদ্রা ২৩ হাজার ৬৮৪ মার্কিন ডলারের সমমূল্যের।

শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দর টার্মিনালের আন্তর্জাতিক অ্যান্টি হাইজ্যাকিং গেইটে তল্লাশি এসব মুদ্রাসহ তাকে আটক করা হয়।

আটক যাত্রীর নাম মোহাম্মদ কায়সার হামিদ৷ তিনি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাসিন্দা। রাত সোয়া আটটার এয়ার এরাবিয়া জি৯-৫২১ ফ্লাইট যোগে শারজাহ গমনিচ্ছুক ছিলেন হামিদ।

বিষয়টি বার্তা২৪.কম-কে নিশ্চিত করেছেন- বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ।

তিনি জানান, বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ওই যাত্রীর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে পতেঙ্গা মডেল থানায় মামলা দায়ের করছে। উদ্ধার করা বিদেশি মুদ্রাগুলো শুল্ক গোয়েন্দার মাধ্যমে বিমানবন্দর কাস্টমসের নিকট হস্তান্তর করা হবে, যা পরবর্তীতে সরকার কর্তৃক জব্দ হবে।

তিনি আরও জানান, যাত্রী বৈদেশিক মুদ্রা নীতিমালা অনুযায়ী নির্ধারিত পরিমাণ (১ বছরে সর্বোচ্চ ১২ হাজার ইউএস ডলার বা এর সমমূল্যের অন্য কোনো বৈদেশিক মুদ্রা) এর বেশি বৈদেশিক মুদ্রা নিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করায় তার নিকট হতে প্রাপ্ত সমুদয় বৈদেশিক মুদ্রা যাত্রীসহ আটক করা হয়।

;