মাসুদা ভাট্টির মামলায় ব্যারিস্টার মইনুলের জামিন
সাংবাদিক মাসুদা ভাট্টির দায়ের করা মানহানি মামলায় তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, ইংরেজী দৈনিক নিউ নেশন পত্রিকার সম্পাদক ব্যারিস্টার মইনুল হোসেনের জামিন মঞ্জুর করেছেন আদালত।
রোববার (৮ সেপ্টেম্বর) তার আইনজীবী ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করেন।
তার জামিনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম, মহিউদ্দিন চৌধুরী প্রমুখ।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।
গত বছরের ১৬ অক্টোবরের টকশোতে এক প্রশ্নের জবাবে সাংবাদিক মাসুদা ভাট্টি সম্বন্ধে কটুক্তির ঘটনায় সারাদেশে ব্যারিস্টার মইনুলের নামে একের পর এক মামলা দায়ের হতে থাকে। সারাদেশে তার নামে ২২টি মামলা দায়ের হয়।
আরও পড়ুন: ব্যারিস্টার মইনুলকে কারাগারে পাঠানোর নির্দেশ
তারই ধারাবাহিকতায় ওই বছরের ২১ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন মাসুদা ভাট্টি। ২২ অক্টোবর আ স ম আব্দুর রবের উত্তরার বাসা থেকে মইনুলকে গ্রেফতার করে পুলিশ। পরে তিনি উচ্চ আদালত থেকে জামিন নেন।
এরপর গত ৩ সেপ্টেম্বর একই আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। সেসময় শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।