এমিরেটসে অ্যাপলের ম্যাকবুক বহনে নিষেধাজ্ঞা

  • সেন্ট্রাল ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

এমিরেটসের প্লেনে অ্যাপলের ম্যাকবুক প্রো বহনে নিষেধাজ্ঞা, ছবি: সংগৃহীত

এমিরেটসের প্লেনে অ্যাপলের ম্যাকবুক প্রো বহনে নিষেধাজ্ঞা, ছবি: সংগৃহীত

ব্যাটারি বিস্ফোরণ জনিত সমস্যার কারণে প্লেনে ম্যাকবুক প্রো ল্যাপটপ বহনে নিষেধাজ্ঞা জারি করেছে এমিরেটস এয়ারলাইন্স।

২০১৫ সাল থেকে ২০১৭ সালের মধ্যে বাজারে আসা ম্যাকবুক প্রো'র ১৫ ইঞ্চির সব মডেল বহনে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ম্যাকবুক প্রো'র ব্যাটারি বিস্ফোরিত হয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলেই বাড়তি এ সর্তকতা মেনে চলবে এয়ারলাইন্সটি।

বিজ্ঞাপন

নিজেদের ওয়েবসাইটে এয়ারলাইনসটির পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাটারি বদল না করলে ক্যারি অন বা চেকড লাগেজে কোনোটাতেই ম্যাকবুক প্রো বহন করা যাবে না। ব্যাটারি বদলের প্রয়োজন কিনা তা জেনে নিতে অ্যাপলের সাপোর্ট পেইজের লিংকও দিয়েছে বিমান পরিষেবা প্রতিষ্ঠানটি।

গত মাসে ইতিহাদ এয়ারলাইন্সও চেকড ইন লাগেজে এ ল্যাপটপ বহনে নিষেধাজ্ঞা জারি করে। হ্যান্ড লাগেজে নিলেও ল্যাপটপটি চালু করা বা চার্জে দেওয়া থেকে যাত্রীদেরকে বিরত থাকার নির্দেশ দেয় এয়ারলাইন্সটি।

বিজ্ঞাপন