ফের নির্বাচিত হলে পশ্চিম তীর অন্তর্ভুক্তির ঘোষণা নেতানিয়াহুর

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বেনিয়ামিন নেতানিয়াহু, ছবি:সংগৃহীত

বেনিয়ামিন নেতানিয়াহু, ছবি:সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাধারণ নির্বাচনে পুননির্বাচিত হলে পশ্চিম তীরের বসতিকে ইসরায়েলের অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছেন।

নেতানিয়াহু এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, যদি পুনরায় নির্বাচিত হন এবং জোট গঠন করতে সক্ষম হন, তবে তিনি জর্ডান উপত্যকা এবং উত্তর মৃত সাগরের উপর ইসরায়েলের সার্বভৌমত্ব প্রয়োগ করবেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমাদের পক্ষে একটি বড় চ্যালেঞ্জ এবং একটি দুর্দান্ত সুযোগ। আমাদের ঐতিহ্যের জন্য গুরুত্বপূর্ণ।’

ফিলিস্তিনের কূটনীতিক সায়েব এরেকাত বলেছিলেন, ‘জাতীয়করণের এ পদক্ষেপ শান্তির যে কোনো সুযোগকে সমাহিত করবে।’

বিজ্ঞাপন

ডানপন্থী লিকুড পার্টির নেতৃত্বাধীন নেতানিয়াহু আগামী ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনের আগে তার প্রচারণা চালাচ্ছেন।

জরিপে জানা গেছে, লিকুড বিরোধী সেন্ট্রিস্ট নীল এবং সাদা দলের সঙ্গে এবং জোট গঠনের জন্য লড়াই করতে হবে।

১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় সিরিয়ার এই এলাকাটি দখল করে নিয়েছিল ইসরায়েল।

পশ্চিম তীরের বসতিগুলোতে প্রায় চার লাখ ইহুদিকে পুনর্বাসন করেছে ইসরায়েল, আরও দুই লাখ ইহুদি পূর্ব জেরুজালেমে বসবাস করছে। অপরদিকে পশ্চিম তীরে বসবাসকারী ফিলিস্তিনিদের সংখ্যা প্রায় ২৫ লাখ।

অধীকৃত পশ্চিম তীর, পূর্ব জেরুজলেম ও গাজা ভূখণ্ড নিয়ে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় ফিলিস্তিনিরা।

পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইহুদি বসতিগুলো কী করা হবে তা নিয়ে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে তীব্র বিরোধ চলে আসছে। এই বিরোধকে কেন্দ্র করেই ২০১৪ সাল থেকে দুপক্ষের মধ্যে শান্তি আলোচনা বন্ধ হয়ে আছে।