যারা আইন বানায় তারাই ভাঙে: সুলতানা কামাল
এদেশে যারা আইন বানান তারাই আইন ভাঙেন। যাদের আইন প্রয়োগ করতে দিয়েছেন তারাই প্রতি মুহূর্তে আইন লঙ্ঘন করছেন বলে মন্তব্য করেন মানবাধিকারকর্মী সুলতানা কামাল।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির আয়োজিত যাত্রী অধিকার দিবস ঘোষণা ও আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় ১৩ সেপ্টেম্বরকে জাতীয় 'যাত্রী অধিকার দিবস' ঘোষণার দাবি করে আলোচকরা বলেন, পরিবহন সেক্টরে অনিয়ম নিয়ে কথা বললেও একজন আরেকজনের উপর দায় চাপায়। প্রতিদিন সড়কে মানুষ মারা যাচ্ছে। কেউ নিজের উপর দায় নেয় না।
সভায় জোনায়েদ সাকি বলেন, পুলিশ যেখানে গাড়ি পাচ্ছে সেখানে নো-পার্কিংয়ের মামলা দিচ্ছে। অথচ সারা ঢাকা শহরে কোথাও পার্কিং সিস্টেম নেই। নো-পার্কিংয়ের মামলা দেয়ার আগে পার্কিংয়ের সিস্টেম করতে হবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, হোসেন আহমেদ মজুমদার, নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, সাংবাদিক আবু সাঈদ খান প্রমুখ।