দিল্লির বাবর রোডের নাম মুছে দিল হিন্দু সেনা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দিল্লির বাবর রোডের নাম মুছে দিচ্ছে হিন্দু সেনারা

দিল্লির বাবর রোডের নাম মুছে দিচ্ছে হিন্দু সেনারা

ভারতের রাজধানী দিল্লির গুরুত্বপূর্ণ একটি সড়ক বাবর রোড। ভারতবর্ষে মুঘল সম্রাটের স্থপতি মির্জা জহিরউদ্দিন মুহাম্মদ বাবরের নামে মধ্যদিল্লির সড়কটির নামকরণ করা হয়েছিল।

সেই নামের সাইনবোর্ড কালো কালিতে মুছে দিয়েছে ডানপন্থী দল হিন্দু সেনার কর্মীরা। শনিবার (১৪ সেপ্টেম্বর) এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

হিন্দু সেনার দাবি, বিখ্যাত কোন ভারতীয়র নামে সড়কটির পুন:নামকরণ করা হোক।

হিন্দু সেনা সভাপতি বিষ্ণু গুপ্তা বলেন, আমরা চাই সরকার সড়কটির নাম আবার ঠিক করুক, যেটি এখন একজন বিদেশি দখলদারের নামে আছে। সেই দখলদারের নামাঙ্কিত দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের সাইনবোর্ডটি আমরা কালো কালিতে মুছে দিয়েছি।

বিজ্ঞাপন

এ বিষয়ে দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের কোন কর্মকর্তার প্রতিক্রিয়া এখনো পাওয়া যায় নি।

ভারতের রাজধানীতে বিভিন্ন সড়কে নাম মুছে দেওয়ার ঘটনা এটাই প্রথম নয়। অতীতেও বিভিন্ন সময়ে মুসলিম ব্যক্তিত্বর নামে থাকা সাইনবোর্ড কালো কালিতে মুছে দিয়েছিল হিন্দু সেনার নেতা-কর্মীরা।

গেল বছর দিল্লির আকবর রোডের নাম মুছে সেখানে লেখা হয়েছিল ‘মহারানা প্রতাপ রোড’। ২০১৫ সালে আওরাঙ্গজেব সড়কের নাম মুছে লেখা হয়েছিল ড. এপিজে আবুল কালাম রোড।

উল্লেখ্য, ভারতের রাজধানীর প্রাণ কেন্দ্রের অতি সুরক্ষিত অঞ্চলের এসব রোডে উগ্র ডানপন্থীদের বারবার এ ধরনের আচরণ দেশটির ইমেজকে প্রশ্নবিদ্ধ করছে।