জুনিয়র হকিতে পঞ্চম সেরা মেয়েরা
পঞ্চম সেরা হয়ে এয়ার এশিয়া ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ হকি ২০১৯ আসর শেষ করেছে বাংলাদেশ। নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে চাইনিজ তাইপের কাছে ৪-২ গোলে হার মেনেছে বাংলাদেশ অনূর্ধ্ব ২১ নারী হকি দল। সেংক্যাং স্টেডিয়ামে ৫ম মিনিটেই চ্যাং লি সিনের ফিল্ড গোলে লিড পায় তাইপে।
তবে ১১তম মিনিটে জুরাইয়া ফেরদৌস জয়িতার পেনাল্টি কর্নার থেকে সমতায় ফেরে লাল-সবুজের প্রতিনিধিরা। ২১তম মিনিটে কু টিং ইউর ফিল্ড গোলে আবারো পিছিয়ে পড়ে মেয়েরা। ২৯তম মিনিটে ফিল্ড গোলে চাং লি সিন ব্যবধান বাড়িয়ে দেন।
৩১তম মিনিটে কু চেন ইর পেনাল্টি স্ট্রোকে ৪-১ গোলের ব্যবধান গড়ায়। তবে ৩২তম মিনিটে জুরাইয়া ফেরদৌস জয়িতার পেনাল্টি কর্নারে আরো এক গোল শোধ করে বাংলাদেশ। শেষে ৪-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে দেশের মেয়েরা।
ম্যাচের পর এশিয়ান হকি ফেডারেশনের প্রধান নির্বাহী তৈয়ব ইকরামকে বাংলাদেশ হকি ফেডারেশনের পক্ষ থেকে স্মারক উপহার দেন সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সাঈদ। স্মারক উপহার দেওয়া হয় প্রতিপক্ষ চাইনিজ তাইপেকেও।
১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় ঢাকায় পৌঁছাবে বাংলাদেশের নারী হকি দল।