পুঁজিবাজারের জন্য আরও কর সুবিধা: এনবিআর চেয়ারম্যান

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, পুরনো ছবি

এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, পুরনো ছবি

পুঁজিবাজারের জন্য অনেক ট্যাক্স ছাড় দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও কর সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

তিনি বলেছেন, ‘পুঁজিবাজারের এখন যে অবস্থা রয়েছে, এভাবে তো চলতে দেওয়া যায় না। এটা নিশ্চয় উন্নতি করতে হবে।’

বিজ্ঞাপন

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে পুঁজিবাজার উন্নয়নের লক্ষ্যে অংশীজনদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আমি এখানে বলেছি, বর্তমানে আমরা যে ট্যাক্স সুবিধা দিয়েছি, যথেষ্ট। যেমন শেয়ার বিক্রি করার পর যে ক্যাপিটাল গেইন (লাভ) হয়, ১০ টাকার শেয়ার কেউ ২০ টাকা দিয়ে কেনে, সে শেয়ার ৩০ টাকা বিক্রি করে। সেই হিসাবে ১ হাজার শেয়ার বিক্রি করলে ৩০ হাজার টাকা গেইন হয়। এই টাকার ওপর কোনো ট্যাক্স নাই। আরও অনেক কিছু আছে, যেসব সুবিধা আমরা দিয়ে রেখেছি। যদি প্রয়োজন হয়, এর চেয়ে বেশি ট্যাক্স সুবিধা দেব।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘সভায় দু-একটি বিষয়ে কথা-বার্তা হয়েছিল যে, বিদেশি যেসব প্রতিষ্ঠান আছে, তারা হয়তো চলে যাবে । আমি বলেছি, তারা কোনোভাবেই চলে যাবে না। প্রয়োজন হলে মধ্যস্থতা করে আমরা তাদেরকে রাখব।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘এসব ক্ষেত্রে কিছু আইনগত বাধা আছে।’

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, ‘এখন পুঁজিবাজারে দেশি-বিদেশি ভালো কোম্পানিগুলো তালিকাভুক্ত করতে হবে। সরকারের নিয়ন্ত্রক সংস্থাগুলোর সমন্বয়ের অভাব রয়েছে। এ কারণে বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। বর্তমানে যেমন বিটিআরসি ও গ্রামীণফোনের দ্বন্দ্ব রয়েছে। এগুলো দ্রুত সমাধান করতে হবে।’

তিনি আরও বলেন, ‘ঢালাওভাবে কোম্পানির আইপিও না দেওয়া। কারণ, আইপিও অনুমোদনের সময় প্রতিবেদনে বাস্তবচিত্র না দেখিয়ে একটি রোজি পিকচার দেওয়া হয়। যার ফলে লেনদেনের প্রথম দিকে দাম বাড়ে আর কিছুদিন পর দাম কমে যায়।’

এছাড়া ব্যাংকিং সেক্টর বর্তমান অবস্থা থেকে উত্তোলনে সঠিক পদক্ষেপ গ্রহণের প্রস্তাব জানিয়েছন তিনি। 

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অর্থ সচিব আসাদুল ইসলাম। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক খায়রুল হোসেন,বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী,ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক আবুল হাশেমসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারা উপস্থিত ছিলেন।

সূচনা বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘পুঁজিবাজারের উন্নয়ন ও সমস্যা সমাধানে করণীয় নিয়ে আজ সব পরামর্শ শুনব, অনুযায়ী কার্যক্রম শুরু করব।’