২০২০ সালে ঢাকায় সাফ ফুটবল
আসছে বছর ঢাকায় ফের বসবে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্টত্বের এই লড়াইয়ের দ্বাদশ আসরের আয়োজক হয়েছে বাংলাদেশ।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে সোমবার দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভায় এই সিদ্ধান্ত নিয়েছেন ফুটবল কর্তারা। ২০২০ সালের সেপ্টেম্বরে ঢাকায় হবে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত এই ফুটবল টুর্নামেন্ট। এর আগে গত বছরও ঢাকায় বসেছিল সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ।
সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হেড অব মিডিয়া আহসান আহমেদ অমিত এই খবর নিশ্চিত করেছেন।
জানা গেছে, সোমবার ফিফার কংগ্রেসে বাংলাদেশ ২০২০ সাফ ফুটবলের স্বাগতিক হতে আগ্রহ প্রকাশ করার পর কোনও দেশই আপত্তি করেনি। সর্ব সম্মতিতে আবারও আয়োজক হচ্ছে বাংলাদেশ।
একইসঙ্গে দক্ষিণ এশিয়ায় ২০২০ সালে তিনটি বয়সভিত্তিক টুর্নামেন্ট হবে। যদিও এই প্রতিযোগিতার তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
ফিফার কংগ্রসে উপস্থিত ছিলেন দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি বাংলাদেশের কাজী সালাহউদ্দিন। ছিলেন আরেক প্রতিনিধি ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। এছাড়া ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান,মালদ্বীপ, শ্রীলঙ্কার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।