স্ন্যাপচ্যাটে থ্রিডি ক্যামেরা ফিচার

  • টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

স্ন্যাপচ্যাটে থ্রিডি ক্যামেরা ফিচার, ছবি: সংগৃহীত

স্ন্যাপচ্যাটে থ্রিডি ক্যামেরা ফিচার, ছবি: সংগৃহীত

জনপ্রিয় ফটো মেসেজিং সোশ্যাল প্ল্যাটফর্ম স্ন্যাপচ্যাটে চলছে এখন সেলফি গেম। তারই ধারাবাহিকতায় থ্রিডি ক্যামেরা মুড নামে নতুন একটি ফিচার যোগ করা হয়েছে। ফলে মেসেজিং এখন শুধু ছবি, টেক্সট বা ভিডিওতেই সীমাবদ্ধ থাকছে না।

ইউজাররা নতুন ফিচারটি দিয়ে ছবিতে থ্রিডি ইফেক্ট, লেন্স এবং ফিল্টার করতে পারবেন। ফিচারটিতে ট্রু ডেপথ ক্যামেরা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। থ্রিডি ফিচারে তোলা ছবি অন্যান্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার অথবা ইউজার চাইলে তার গ্যালারিতে সেভ করে রাখতে পারবে।

স্ন্যাপচ্যাটের নতুন ভার্সন ‘স্পেকটেকলস’ ঘোষণার মধ্য দিয়ে তাদের প্ল্যাটফর্মে থ্রিডি ইফেক্টের সঙ্গে ইউজারদের পরিচয় করিয়ে দেয়।

বিজ্ঞাপন

তবে প্রাথমিকভাবে এই ফিচারটি আইফোন এক্স ইউজাররা ব্যবহার করতে পারবেন।

ফটো ভিত্তিক এই মেসেজিং অ্যাপে ইউজারদের মধ্যে অ্যাঙ্গেজমেন্ট তৈরি করতে তারা নতুন ফিচারটি চালু করেছে।

বিশ্বব্যাপী স্ন্যাপচ্যাটের ১৯০ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে।

সূত্র: দ্য ভার্জ